Kalker Rashiphal : আকস্মিক ধনপ্রাপ্তির যোগ কাল ? রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি কাদের
Horoscope Tomorrow : কালকের দিনটি মেষ, বৃশ্চিক, কন্যা, সিংহ রাশির জন্য গুরুত্বপূর্ণ। আগামীকাল মা লক্ষ্মীর আশীর্বাদে ধন্য হতে পারেন বেশ কিছু রাশির জাতক-জাতিকা।
মেষ থেকে মীন। কোন কোন রাশির ভাগ্য ভাল থাকবে আগামীকাল, দেখে নেওয়া যাক।
মেষ রাশি - কালকের রাশিফল (Mesh Rashi)
ভাল কাটবে কালকের দিন। কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে। তবেই আসবে সাফল্য। ভাল থাকবে আপনার স্বাস্থ্য। কোনও শারীরিক কষ্টও থাকার কথা নয়। তবে কাল গাড়ি চালানোর সময় সাবধান থাকুন। অন্যথায় চোট-আঘাত লেগে ডাক্তারের কাছে যেতে হতে পারে। ব্যবসায়ীদের জন্য কালকের দিন ভাল। বেশি পরিশ্রমে বেশি লাভ। কোনও মঙ্গলদায়ক কাজের আয়োজন হতে পারে পরিবারে। আকস্মিক ধনলাভের যোগ রয়েছে। যুবকেরা কেরিয়ারে ফোকাস করুন বেশি। পড়ুয়াদের মনোযোগ থাকুক পড়াশোনায়। কুসঙ্গ থেকে দূরে থাকুন।
বৃষ রাশি - কালকের রাশিফল (Brisha Rashi)
কর্মক্ষেত্রে, চাকরিতে কাজের চাপ বেশি থাকবে। সন্ধের সময় ক্লান্তি বেশি হবে। ওষুধ খেতে হতে পারে যন্ত্রণার। তবে, মোটের উপর স্বাস্থ্য ভাল থাকবে। ফল বেশি খান। সেদ্ধ জিনিস খেলে লাভ। ব্যবসায়ীদের নিজের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে অনেক পরিশ্রম করতে হবে। প্রেমজীবনে কষ্ট আসতে পারে। পারিবারিক পরিবেশে শান্তি বজায় থাকবে।
মিথুন রাশি - কালকের রাশিফল (Mithun Rashi)
ভাল কাটবে কালকের দিন। কর্মক্ষেত্রে কাজের দরুণ প্রশংসাপ্রাপ্তির যোগ রয়েছে কাল। স্বাস্থ্য ভাল নাও থাকতে পারে। গরমের কারণে পেটের সমস্যায় ভুগতে পারেন। বমি হতে পারে। বেশি বাড়াবাড়ি হওয়ার আগে ডাক্তার দেখিয়ে নেওয়া ভাল। ব্যবসা ভাল চলতে পারে। তবে ব্যবসায় বেশি অদলবদল না করাই ভাল। মহিলারা কাল জীবনসঙ্গী ও বাচ্চাদের সঙ্গে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারেন। মনে ভরপুর থাকবে আনন্দ। বাড়িতে আসতে পারেন বিশেষ অতিথি। ফলে বাড়বে ব্যস্ততাও।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi)
চাকরিজীবন ভাল কাটার সম্ভাবনা। কাজের দক্ষতায় খুশি হয়ে প্রমোশন দিতে পারে কর্তৃপক্ষ। ফলে খুশি থাকার সম্ভাবনা। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। কোনও শারীরিক কষ্টে ভুগতে পারেন। ব্যবসায়ীরা অতি উৎসাহিত থাকবেন। পরিশ্রম সফলতা প্রাপ্তির একমাত্র পথ যুবকদের জন্য। প্রেমজীবন ভাল কাটবে আপনার।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi)
ভাল কাটবে কালকের দিন। কর্মক্ষেত্রে কারো সাথে ঝগড়া হতে পারে। ফলে কর্তৃপক্ষের থেকে ভর্তসনাও পেতে পারেন। রাগ নিয়ন্ত্রণে রাখুন কাল। অযথা ক্রোধের বশবর্তী হবেন না। যদি অনেকদিন থেকে শরীর অসুস্থ থাকে, তাহলে কাল আরাম পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য কালকের দিন ভাল কাটবে। ব্যবসার লভ্য়াংশ দিয়ে আর্থিক স্থিতির বদল আসতে পারে। বাড়বে বিক্রি। বিবাহযোগ্য পুরুষ ও মহিলাদের জন্য বিয়ের যোগাযোগ হতে পারে। তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পরিবারের সঙ্গে কোনও তীর্থস্থানে ভ্রমণে যেতে পারেন।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi)
কর্মক্ষেত্রে ভাল কাটবে। শান্তিতে নিজের কাজ করতে পারবেন। ভাল থাকবে স্বাস্থ্য। তবে বাড়ির কোনও বয়স্কের শরীর খারাপ হতে পারে। যাতে আপনার মন ভাল নাও থাকতে পারে। ব্যবসার কারণে বাইরে কোথাও যেতে হতে পারে কাল। হতে পারে বড়সড় কোনও চুক্তি। পরিশ্রমের কোনও বিকল্প নেই আপনার উন্নতির জন্য। পড়ুয়ারা পড়ায় বেশি করে মন দিন। এদিকে, ওদিকে মনোযোগ মানে আপনারই ক্ষতি। পরিবারে শান্তির পরিবেশ বজায় থাকবে কাল। জীবনসঙ্গীর সাহচর্য মিলবে। সন্তানের কাজে খুশি থাকবে মন।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi)
উত্থান-পতনের সাক্ষী থাকতে হতে পারে কাল। নিজের কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে সাবধানতা অবলম্বন করুন। নাহলে ভর্ৎসিত হতে পারেন। বাড়ির বড় সদস্যদের স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে। চিকিৎসকদের পরামর্শ নিন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল নাও হতে পারে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। মহিলারা ভেবেচিন্তে টাকা খরচ করুন। না হলে ভবিষ্যতে আর্থিক সমস্যায় ভুগতে হতে পারে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi)
কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে। ফলে ব্যস্ততাও থাকবে। সন্ধের সময় ক্লান্তি বেশি অনুভূত হতে পারে। কোনও কারণে ডাক্তারের কাছেও যেতে হতে পারে। স্বাস্থ্যের উপর নজর দিন। চোখের সমস্যায় ভুগতে পারেন। ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ব্যবসা করেন যাঁরা ভাল চলার সম্ভাবনা ব্যবসা। যুবকেরা অনেক বেশি পরিশ্রম করুন। ভাই-বোনের থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। বাড়িতে আসতে পারেন অতিথি। ফলে ব্যস্ততা থাকবে। বাড়ির বড়দের স্বাস্থ্যের উপর নজর রাখবেন। কথায় নিয়ন্ত্রণ রাখা দরকার।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi)
কাল বেশি চাপ না থাকার সম্ভাবনা। চাকরি যাঁরা করেন, মিশ্র কাটবে কাল। বেশি টেনশন করবেন না। হালকা থাকার চেষ্টা করুন। স্বাস্থ্যের উপর বিশেষ নজর দিতে হবে। গরমজনিত কারণে বাইরে অসুস্থ বোধ করতে পারেন। তাই সাবধানে। ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র। ছোট ব্যবসায়ীদের লাভ হতে পারে কাল। বড়দের আশীর্বাদ নিন। এগিয়ে যান।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi)
চাকরি যাঁরা করেন, অফিসের কাজে বাইরে যেতে হতে পারে। প্রতিভা দেখানোর সময় এটাই। শারীরিক দিক থেকে ফিট থাকবেন কাল। তবে লু লাগতে পারে। ব্যবসায় ভারসাম্য বজায় থাকবে লভ্য়াংশে। ব্যবসায় বড় রদবদল না করাই ভাল। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন যুবক জাতকরা। ভাল কাটবে প্রেমজীবন।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi)
ভাল কাটবে কালকের দিন। প্রশংসিত হবেন আপনার চাকরিক্ষেত্রে। প্রমোশনের সম্ভাবনা। বাড়তে পারে বেতন। স্বাস্থ্যের ব্যাপারে নজর রাখুন। চর্মজাতীয় রোগ ভোগাতে পারে। যেতে হতে পারে ডাক্তারের কাছেও। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। তবে নতুন করে কাজ বিনিয়োগ না করাই ভাল। পরিবারে শান্তি বজায় থাকবে কাল। জীবনসঙ্গীর সাথও মিলবে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi)
চাকরিতে নতুন সুযোগ আসতে পারে কাল। হতে পারে প্রমোশনও। স্বাস্থ্য স্বাভাবিকই থাকবে। তবে কোনও প্রকার সমস্যা হলে সময় নষ্ট করবেন না। খুব ভাল চলবে ব্যবসা। পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন কাল। ভাল কাটবে প্রেমজীবন। সুখ-শান্তি বজায় থাকবে পরিবারে। সন্তানের তরফ থেকেও মনে খুশি থাকবে।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।