Saturday Horoscope: শনিবারই একাধিক সঙ্কট যোগ, প্যাঁচে পড়তে পারে এই রাশিরা, ভেস্তে যাবে এঁদের কাজ! পড়ুন, শনিবারের রাশিফল
Horoscope 30 May: শনিবারের রাশিফল দেখে নিন...

চাঁদ আজ মিথুন রাশিতে দিনরাত ভ্রমণ করবে। আজ বৃহস্পতি ও চাঁদের যুতির ফলে গজকেশরী যোগ তৈরি করবে। এর পাশাপাশি সর্বার্থসিদ্ধি যোগ, রবি যোগের শুভ সংযোগ থাকবে। এ ছাড়াও আর্দ্রা নক্ষত্রের প্রভাব থাকবে আজ। কাঙ্খিত পরিণাম পেতে পারেন বেশ কিছু রাশির জাতকরা। পরিবারে সুখ-সুবিধা বৃদ্ধি পেতে পারে। আজকের দিনটি মেষ থেকে মীন রাশির কেমন কাটবে, তা এখানে বিস্তারিত জেনে নিন।
মেষ রাশি- মেষ রাশির জাতকদের আজ সাবধান ও সতর্ক থাকতে হবে। বৃদ্ধিপ্রাপ্ত ব্যয় নিয়ন্ত্রণে রেখে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের প্রকল্প তৈরি করতে পারেন। বরিষ্ঠ সদস্যদের সঙ্গে কথা বলার সময় বাণী মাধুর্য বজায় রাখা উচিত, তা না-হলে তাঁরা আপনার কথা ভুল ভাবে নিতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। তা না-হলে কোনও না-কোনও সমস্যা চিন্তায় ফেলতে পারে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।
বৃষ রাশি- বৃষ রাশির জাতকদের আজকের দিনটি মিশ্র পরিণাম প্রদান করবে। নিজের কাজের দ্বারা কর্মক্ষেত্রে আধিকারিকদের প্রসন্ন করবেন, যার ফলে নতুন পদ পেতে পারেন। ব্যবসা পরিবর্তনের পরিকল্পনা করে থাকলে আজ বরিষ্ঠ সদস্যদের সঙ্গে আলোচনা করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত লেনদেনের সময় স্থাবর-অস্থাবর দিকগুলি ভালোভাবে যাচাই করে নিন, তা না-হলে সমস্যা হতে পারে। নিজের চেয়ে বেশি অন্যের কাজে মন থাকবে। এর ফলে আপনার সম্পন্ন হতে চলা কাজও ভেস্তে যেতে পারে। তাই সতর্ক থাকুন।
মিথুন রাশি- মিথুন রাশির জাতকদের দাম্পত্য জীবনে আনন্দের আগমন হবে। পরিবারের সদস্যদের সাহায্যে সন্তানের বিবাহ সংক্রান্ত বিবাদের সমাধান হবে। চাকরির পাশাপাশি ছোটখাটো পার্টটাইম কাজ করার পরিকল্পনা করে থাকলে তা সম্পন্ন হবে। সরকারি চাকরিজীবীদের বদলি হতে পারে। সহকর্মীদের সঙ্গে বিষয়ে আলোচনা হতে পারে।
কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, তা না-হলে বড়সড় রোগের শিকার হতে পারেন। ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকলে তাঁর পরিণাম ঘোষিত হতে পারে। আইটি ও ব্যাঙ্কিংয়ে কেরিয়ার থাকলে সাফল্য লাভ করতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি দুর্বল। ঘরোয়া সমস্যা উপেক্ষা করা থেকে বিরত থাকুন, তা না-হলে বিবাদ বাড়তে পারে। সন্তান নিজের দায়িত্ব পূরণ করবে।
সিংহ রাশি- সিংহ রাশির জাতকদের আর্থিক সুখ-সুবিধা বৃদ্ধি পাবে। রাজনীতির কাজে সাফল্য লাভ করতে পারেন। বড় নেতার সঙ্গে সাক্ষাৎ হওয়ায় কোনও ভালো পদ পেতে পারেন। নিজের মনের কথা কোনও ব্যক্তির সঙ্গে ভাগ করে নেবেন না, তা না-হলে তাঁরা আপনার এর লাভ তুলতে পারেন। ব্যবসায়ীরা সুযোগের সদ্ব্যবহার করুন, তা না-হলে বড় মুনাফা হাত ছাড়া হতে পারে। বিদেশে বসবাসকারী আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন।
কন্যা রাশি- কন্যা রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সাবধানে গাড়ি চালান, দুর্ঘটনা সম্ভব। অংশীদারীর ব্যবসা করবেন না, কারণ অংশীদার আপনাকে প্রতারিত করতে পারে। জীবনসঙ্গীকে ভুল কাজের জন্য সম্মতি দিলে পরবর্তী সময় অনুতাপ হতে পারে। কোনও কাজের কারণে অযথা চিন্তিত থাকবেন।
তুলা রাশি- তুলা রাশির জাতকরা মিশ্র পরিণাম পাবেন আজ। চোখ বন্ধ করে কারও ওপর ভরসা করবেন না। কর্মক্ষেত্রে আধিকারিকরা আপনার ওপর দায়িত্বের বোঝা বাড়াতে পারেন। পরিবারের ছোট সদস্যরা আপনার কাছে কিছু দাবী করতে পারেন। কোনও কথায় রাগ করবেন না। দৈনন্দিন জিনিসের কেনাকাটায় অর্থ ব্যয় করতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনায় লগ্নি করতে পারেন।
বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির ব্যবসায়ীরা আজ মিশ্র ফলাফল পাবেন। কাউকে যেচে পরামর্শ দেবেন না ও অনাবশ্যক বিবাদ এড়িয়ে যেতে হবে। স্বাস্থ্য দুর্বল হতে পারে, উপেক্ষা করবেন না। চাকরিজীবী জাতকরা জুনিয়রদের সহযোগিতা লাভ করবেন। সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন। বহুদিন ধরে কোনও কাজের জন্য চিন্তিত থাকলে তা সম্পন্ন হতে পারে।
ধনু রাশি- ধনু রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে। প্রেম জীবনে সঙ্গীর প্রেমে হাবুডাবু খাবেন ও কারও পরোয়া করবেন না। চাকরিতে পদোন্নতি হওয়ায় পারিবারিক পরিবেশ আনন্দমুখর হবে। কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পেতে পারেন। নতুন গাড়ি কেনার পরিকল্পনা তৈরি করে থাকলে আজকের দিনটি তার জন্য অনুকূল।
মকর রাশি- মকর রাশির যে জাতকরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁরা বড় কোনও প্রস্তাব পেতে পারেন। ব্য়াঙ্কিং ক্ষেত্রে কর্মরত জাতকরা বড়সড় লগ্নির পরিকল্পনা তৈরি করতে পারেন। নতুন কাজ শুরুর আগে মা-বাবার পরামর্শ নিন। পাড়া-প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াবেন না।
কুম্ভ রাশি- কুম্ভ রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো। প্রকল্পের কাজ আটকে যাওয়ায় চিন্তিত হবেন। স্বাস্থ্য সমস্যা থেকে স্বস্তি পাবেন। কর্মক্ষেত্রে নিজের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার ফায়দা তুলবেন। রোজগারের সন্ধানে রয়েছেন যাঁরা, তাঁরা কোনও সুসংবাদ পেতে পারেন।
মীন রাশি- মীন রাশির যে জাতকরা রাজনীতির কাজকর্মের সঙ্গে যুক্ত, তাঁরা আজ লাভ অর্জন করতে পারেন। কর্মক্ষেত্রে বরিষ্ঠরা আপনার কাজে সন্তুষ্ট হবেন। যার ফলে পদোন্নতি সম্ভব। অন্য চাকরির জন্য আবেদন করতে পারেন। সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হওয়ায় মন আনন্দিত হবে। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। পারিবারিক সম্পর্কে মনোমালিন্য থাকলে উভয় পক্ষের কথা শুনে সমাধান করতে পারবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















