Kalker Rashifal (31 August, 2024) : খারাপ সময় কি কাটতে চলেছে ? অর্থ-চাকরি-পরিবার...সব ক্ষেত্রেই কাল কী আছে আপনার রাশিতে ?
Daily Horoscope (31 August, 2024) : মেষ থেকে কন্যা, রাশিচক্রের প্রথম ছয় রাশির জাতকদের শনিবার দিনটি কেমন কাটতে চলেছে ?
মেষ রাশি (Mesh Rashi) - মেষ রাশির জাতকদের জন্য শনিবার দিনটি মুশকিলের। আপনাকে পরিকল্পনা করে কাজ করতে হবে। যদি তাড়াহুড়ো করেন, তাহলে ভুল হতে পারে। পরিবারে আপনার কাজের বিরোধিতা হতে পারে। নিজের কোনও পুরনো ভুল নিয়ে চিন্তায় থাকতে পারেন। আশপাশে থাকা মানুষজনের থেকে সাবাধানে থাকতে হবে আপনাকে।
বৃষ রাশি (Brisha Rashi) - শনিবার আপনাকে দৌড়াদৌড়ি করতে হতে পারে। অনর্থক কাজে নিয়োজিত থাকার কারণে আপনি অস্থির থাকবেন। কর্মক্ষেত্রে অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে এবং আপনার জীবনসঙ্গী আপনাকে আপনার কাজে পুরোপুরি সমর্থন করবে। সন্তানের স্বেচ্ছাচারী আচরণের কারণে আপনি অস্থির থাকবেন। যদি পরিবারের সদস্যদের মধ্যে কিছু মতপার্থক্য থাকে, তবে সেগুলি সমাধান করার যথাসাধ্য চেষ্টা করবেন। আপনি কিছু নতুন কাজ শুরু করতে পারেন, যা আপনার জন্য ভাল হবে।
মিথুন রাশি (Mithun Rashi) - দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ করার দিন হবে মিথুন রাশির জাতকদের। আপনার প্রচেষ্টা ফল দেবে । আশেপাশে বসবাসকারী লোকদের থেকে আপনার সতর্ক হওয়া উচিত। পার্টনারশিপে কোনও কাজ করা আপনার জন্য ভাল হবে। পরিবারের মানুষের সম্মান বৃদ্ধিতে আপনার খুশির সীমা থাকবে না। পরিকল্পনা করে আপনার কাজকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার পক্ষে ভাল হবে।
কর্কট রাশি (Karkat Rashi) - কর্কট রাশির যেসব জাতক জাতিকা চাকরির সন্ধান করছেন তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজে কোনও পরিবর্তন আনলে তা আপনার জন্য ভাল হবে। আপনি আপনার বাড়ি সংস্কারের পরিকল্পনাও করতে পারেন । শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল লাভের সম্ভাবনা রয়েছে। সন্তান কোনও প্রতিযোগিতায় পুরস্কার পেতে পারে।
সিংহ রাশি (Singha Rashi) - সিংহ রাশির জাতকদের জন্য দিনটি স্বাস্থ্যের দিক থেকে ওঠা-নামায় পূর্ণ হবে। দীর্ঘদিন পর কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা করে আপনি খুশি হবেন । কোনও কাজের ব্যাপারে আপনার মনে বিভ্রান্তি থাকবে। কোনও বিরোধ থাকলে তা থেকে দূরে থাকতে হবে। সম্পত্তিতে বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। আপনাকে আপনার কিছু গোপন তথ্য কারও কাছে প্রকাশ করা এড়াতে হবে। অন্যথা, সে এর সুবিধা নেওয়ার চেষ্টা করবে।
কন্যা রাশি (Kanya Rashi) - আপনি কোনও পার্টনারশিপে কাজ করলে ভাল হবে। শনিবার আপনার পরিস্থিতি ভাল থাকবে। আপনি আপনার কাজের জন্য কাছেপিঠে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন, যা আপনার জন্য ভাল হবে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তবে তা ফেরত পেতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্তদের কাজের পরিধি বাড়বে। নতুন পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।