Magh Purnima: মাঘী পূর্ণিমায় হাত উপুড় করবেন লক্ষ্মী-নারায়ণ, সুখ-সমৃদ্ধি পেতে সেদিন কী করবেন?
Magh purnima 2025: হিন্দু ধর্মে মাঘ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই শুভ দিনে বিষ্ণু, লক্ষ্মী ও চন্দ্রদেবের পুজো করা হয়ে থাকে।

কলকাতা: ১২ ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমার দিনে বিশেষ কিছু উপায় করলে লক্ষ্মী ও নারায়ণ প্রসন্ন হবেন। এই জ্যোতিষ টোটকার প্রভাবে ব্যক্তির জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে। মাঘ পূর্ণিমায় কোন কোন টোটকা করবেন জেনে নেওয়া যাক।
হিন্দু ধর্মে মাঘ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই শুভ দিনে বিষ্ণু, লক্ষ্মী ও চন্দ্রদেবের পুজো করা হয়ে থাকে। এই তিথিতে গঙ্গা ও চাঁদকে অর্ঘ্য প্রদান করলে শুভ ফল পাওয়া যায়। এ বছর ১২ ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমা পালিত হবে।
ধর্মীয় ধারণা অনুযায়ী মাঘ পূর্ণিমায় বিষ্ণুর পুজো ও অনুষ্ঠান করলে অক্ষয় ফল লাভ করা যায়। পাশাপাশি এই তিথিতে বিশেষ কিছু উপায় করলে লক্ষ্মী-নারায়ণ প্রসন্ন হন ও কখনও কোনও অর্থাভাব থাকে না। মাঘ পূর্ণিমা তিথিতে কী কী উপায় করবেন জেনে নেওয়া যাক।
মাঘ পূর্ণিমার উপায়
মাঘ পূর্ণিমায় পবিত্র নদীতে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই তিথিতে গঙ্গায় স্নান করতে পারেন। উল্লেখ্য এ সময় মহাকুম্ভ চলছে। মাঘ পূর্ণিমায় প্রয়াগরাজের সঙ্গমে স্নান করলে পুণ্য লাভ করা যায় ও সমস্ত পাপক্ষয় হয়।
মাঘ পূর্ণিমার পূজার্চনার পর দরিদ্রদের দান-পুণ্য করা অত্যন্ত শুভ ফলদায়ী। অসহায় ও দরিদ্রদের এই তিথিতে তিল, কম্বল, ঘি, ফল ইত্যাদি জিনিস দান করতে পারেন।
এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে লক্ষ্মীকে পদ্মফুল ও নারকেল নিবেদন করুন। এর পর মহালক্ষ্মী স্তোত্র পাঠ করুন। এর ফলে অর্থাভাব থেকে মুক্তি পেতে পারেন।
মাঘ পূর্ণিমায় লক্ষ্মী ও নারায়ণকে সাদা খাদ্যবস্তুর ভোগ নিবেদন করুন। পাশাপাশি সাদা রঙের পোশাক কাউকে দান করলে নারায়ণ প্রসন্ন হন। এর প্রভাবে অর্থাভাব দূর হয় ও সেই পরিবারে লক্ষ্মীর বাস হয়।
হিন্দু ধর্ম অনুযায়ী অশ্বত্থ গাছে ত্রিদেবের বাস। মাঘ পূর্ণিমায় জলের মধ্যে দুধ মিশিয়ে অশ্বত্থ গাছে নিবেদন করা উচিত। এর পাশাপাশি সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালান। এর ফলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়।
মাঘ পূর্ণিমায় লক্ষ্মীর পুজোর সময় ১১টি হলুদ কড়ি লাল বা হলুদ কাপড়ে বেঁধে দেবীর মূর্তির পাশে রেখে দিন। কিছুক্ষণ পর সেই কড়ির পুটলিটি তুলে লকারে রাখুন। এই উপায় ঘর পরিবারে ধন বৃদ্ধির পথ প্রশস্ত হবে।
এই শুভ দিনে বাড়িতে ঘিয়ের অখণ্ড প্রদীপ জ্বালানো উচিত। একে অত্যন্ত শুভ মনে করা হয়।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে




















