Maha Shivratri: মহাশিবরাত্রিতে চতুর্গ্রহী যোগে কেরিয়ার-ব্যবসায় ৫ রাশিতে মালামাল, ব্যাঙ্ক ব্যালেন্সে উঠবে ঝড়
Maha Shivratri 2025 Horoscope: মহাশিবরাত্রিতে সৃষ্ট গ্রহের এই অদ্ভূত সংযোগ পাঁচ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ।

কলকাতা: মহাশিবরাত্রির দিনে সূর্য, চন্দ্র, বুধ ও শনি মিলে কুম্ভ রাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি করবে। এই যোগের প্রভাবে পাঁচ রাশির জাতকদের কেরিয়ার ও ব্যবসায় লাভ হবে। মহাশিবরাত্রিতে সৃষ্ট চতুর্গ্রহী যোগ কোন কোন রাশির জাতকদের জন্য শুভ?
মহাশিবরাত্রি তিথিতে কুম্ভ রাশিতে গ্রহের বিচিত্র সংযোগ তৈরি হতে চলেছে। এই রাশিতে সূর্য, চন্দ্র, বুধ ও কর্মফলদাতা শনির যুতি হবে। মহাশিবরাত্রিতে সৃষ্ট গ্রহের এই অদ্ভূত সংযোগ পাঁচ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ।
এই রাশির জাতকদের ধনলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। আবার ব্যবসায়ও উন্নতি হবে। আবার এই রাশির জাতকরা এ সময় নতুন যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করা সহজ হবে। মহাশিবরাত্রিতে চার গ্রহের যুতির দ্বারা সৃষ্ট চতুর্গ্রহী যোগ কোন কোন রাশির জাতকদের জন্য শুভ, তা এখানে বিস্তারিত জেনে নিন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এই গ্রহের গোচর কোনও আশীর্বাদের চেয়ে কম নয়। তবে বড় ভাইয়ের সঙ্গে মতভেদে জড়াবেন না। নিজের স্বভাবে উগ্রতা আসতে দেবেন না। নতুন কাজ বা ব্যবসা শুরুর জন্য সময় ভালো, এর সদ্ব্যবহার করুন। বাড়িতে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। শিক্ষা-প্রতিযোগিতায় সাফল্য লাভ করবেন। পরিবারের সঙ্গে যাত্রায় যেতে পারেন, সময় অনুকূল। কাঙ্খিত সাফল্য় অর্জন করতে পারবেন।
তুলা রাশি
মহাশিবরাত্রিতে সৃষ্ট এই চতুর্গ্রহী যোগের ব্যবসার দিক দিয়ে খুবই ভালো। নতুন চাকরির আবেদনে ইচ্ছুক জাতকরাও এ সময় ভালো সুযোগ পাবেন। রাজনীতির সঙ্গে জড়িত জাতকদের নেতাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হবে। অস্ত্র-শস্ত্রের কাজকর্মের সঙ্গে জড়িত জাতকদের লাভ হবে। আপনার সিদ্ধান্ত ও কাজ প্রশংসিত হবে। পারিবারিক পরিবেশ আনন্দমুখর থাকবে। তবে বাইরের খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন।
মিথুন রাশি
গ্রহের অদ্ভূত সংযোগ মিথুন রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি করবে। উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন যাঁরা, তাঁরা জীবনে অগ্রসর হতে পারবেন। ধর্মীয় কাজে রুচি বাড়বে। অংশীদারীর ব্যবসায় লাভান্বিত হবেন। চাকরিজীবী জাতকদের জন্য উন্নতির সময় এটি। ধর্মীয় ও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। বিদেশ যাত্রার জন্য ভিসার আবেদন করতে চান যে জাতকরা, তাঁদের জন্য সময় অনুকূল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হবেন যে ছাত্রছাত্রীরা তাঁদের জন্য শুভ সময়।
মকর রাশি
চার গ্রহের যুতির এই অদ্ভূত সংযোগ কেরিয়ার ও ব্যবসায় অপ্রত্যাশিত পরিণাম দেবে। অর্থের অপচয় বন্ধ করুন। দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য সাবধানে যাত্রা করুন। শত্রু পরাজিত হবে। আবার আইনি মামলায় সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা। কর্মক্ষেত্রে উচ্চাধিকারিকদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। স্বাস্থ্যের যত্ন নিন। অংশীদারীর ব্যবসা সম্প্রসারণের জন্য এই সময়টি শুভ।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য এই গ্রহের যুতি কোনও আশীর্বাদের চেয় কম নয়। ব্যবসায় উত্তম লাভ সম্ভব। বিবাহ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। তবে অংশীদারীর ব্যবসা করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটান। অন্যের ভালোর জন্য কাজ করবেন। আপনার বিরুদ্ধে কোনও মামলা-মোকদ্দমা চললে আপনার পক্ষে শুনানি হবে। চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। অন্য কোনও সংস্থা থেকে চাকরির ভালো প্রস্তাব পাবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
