Mahashivratri 2022: কোন মন্ত্রে বেলপাতা অর্পণ, আর কীসে তুষ্ট হন দেবাদিদেব
Mahashivratri 2022: পয়লা মার্চ, মঙ্গলবার মহাশিবরাত্রির অপেক্ষায় রয়েছেন অসংখ্য শিবভক্ত। তুঙ্গে প্রস্তুতিও। দেবাদিদেবকে খুব সহজেই তুষ্ট করতে পারেন তাঁর ভক্তরা।
কলকাতা: আগামী সপ্তাহেই মহাশিবরাত্রি (maha shivaratri)। পয়লা মার্চ, মঙ্গলবার মহাশিবরাত্রি পালনের জন্য মুখিয়ে রয়েছেন অসংখ্য শিবভক্ত। তুঙ্গে উঠেছে প্রস্তুতিও। জ্যোতিষবিদেরা বলেন, দেবাদিদেবকে খুব সহজেই তুষ্ট করতে পারেন তাঁর ভক্তরা। মহাদেবের পুজোয় প্রচুর উপকরণ লাগে এমনও নয়। কিন্তু কিছু বিশেষ জিনিস দেবাদিদেবের পছন্দ। সেগুলো কী? অর্পণের (offerings) নিয়মই বা কী? দেখে নিন সেগুলো।
সবার আগে আচমন প্রক্রিয়া করতে হয়। অর্থাৎ যিনি পুজো করছেন তিনি তাঁর দেব ও মন শুদ্ধ করেন এই প্রক্রিয়ায়। তারপরে আসা জলশুদ্ধির পালা। এর মাধ্যমে যে জলে দেবাদিদেবের পুজো করতে হবে। তা মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুদ্ধ করে নিতে হবে। সেই জল দিয়ে পুজোর সব সামগ্রীও শুদ্ধ করে নিতে হবে। তারপর সূর্যকে অর্ঘ্য দিতে হবে।
শিবকে স্নান করানোর মাধ্যমে মূল পুজোর শুরু হয়। মহাদেবকে যে জলে স্নান করানো হয় সেই জলকেও জলশুদ্ধি করেন নিতে হবে। সেই জল শিবলিঙ্গে ঢালতে ঢালতে পড়তে হবে এই মন্ত্রটি (hymn)।
ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।
ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ।
দেবাদিদেবের (lord shiva) সবচেয়ে পছন্দ বেলপাতা। তবে কোনওভাবেই ছেঁড়া বেলপাতা দেবেন না। তিনটি বেলপাতা একসঙ্গে রয়েছে এমন পাতাই অর্পণ করতে হবে। এছাড়া, ধুতরো ফুল, আকন্দ ফুলের মালা, বেলফুল-এসবও দেবাদিদেবের অত্যন্ত প্রিয়। পুজোর সময় ভাং পাতা বেটে দুধে মিশিয়ে অর্পণ করা যায়। চন্দনও শিবঠাকুরের পছন্দের জিনিস। অগস্ত্য ফুল, নাগচম্পা. শঙ্খপুষ্পী ইত্যাদি ফুলও দেবাদিদেবের পুজোয় অর্পণ করা যায়।
মন্ত্রপাঠ না করতে পারলেও শুধুমাত্র ভক্তি সহকারেই শিবপুজো (shiv puja) করা যায়। ভক্তি নিয়ে সামান্য উপকরণ দিয়ে পুজো করলেও দেবাদিদেবের কৃপালাভ করতে পারবেন ভক্তরা। মন্ত্র (hymn)না জানলে জল ও বেলপাতা অর্পণের সময় 'ওঁ নমঃ শিবায়' জপ করলেও মিলবে মহাদেবের (lord shiva) আশীর্বাদ।
আরও পড়ুন: বাংলার জনপ্রিয় ৫ শিবালয়, মনোস্কামনা পূরণ হয় - জনশ্রুতি