Mahashivratri 2022: আসছে মহাশিবরাত্রি, আপনিও কি দেবাদিদেবের কৃপা পাবেন ?
Mahashivratri Zodiac Tips : কথিত রয়েছে, সহজেই প্রসন্ন হন ভগবান শিব। ভক্তিভরে আরাধনা করলে ভক্তের সব সমস্যার সমাধানে বর দেন আদিযোগী। তাই মহাশিবরাত্রিতে নানা বিধি-আচার মেনেই শিবের পুজো করেন ভক্তরা।
কলকাতা: ভারত (India) হিন্দু (Hindu) ধর্মের পীঠস্থান। আর হিন্দুধর্মে অন্যতম প্রধান দেবতা শিব (Lord Shiva)। বছরভর নানা তিথিতে শিবের আরাধনা করেন অগণিত ভক্ত। প্রতি মাসেই শিবরাত্রি হয়। তবে সব শিবভক্তই অপেক্ষা করে থাকেন মহাশিবরাত্রির (Maha shivratri 2022) জন্য। সাধারণত ইংরেজি ফেব্রুয়ারি মাসে পড়ে মহাশিবরাত্রির তিথি। ২০২২ সালে ১ মার্চ, মঙ্গলবার মহাশিবরাত্রি (Mahashivratri)।
কথিত রয়েছে, খুব সহজেই প্রসন্ন হন ভগবান শিব। সামান্য উপকরণে ভক্তির সঙ্গে আরাধনা করলেই ভক্তের সব সমস্যার সমাধানে বরদান করেন আদিযোগী। তাই মহাশিবরাত্রিতে নানা বিধি-আচার মেনেই শিবের পুজো করেন ভক্তরা। এই বিশেষ দিনে শিবের সঙ্গে পুজো করা হয় দেবী পার্বতীরও।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সব ভক্তকেই অত্যন্ত স্নেহ করেন ভগবান শিব। তবে বিশেষ কিছু রাশির জাতকদের উপর ভগবান শিবের বিশেষ আশীর্বাদ থাকে। আপনি কি তাঁদের মধ্যেই একজন? দেখে নিন একঝলকে।
মেষ রাশি: জ্য়োতিষশাস্ত্রের মতে মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। কথিত রয়েছে মহাদেবের অত্যন্ত প্রিয় মেষ রাশি। জ্য়োতিষ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মেষ রাশির জাতকদের উপর সবসময় ভগবান শিবের কৃপাদৃষ্টি বর্ষিত হয়। ভগবান শিবকে প্রসন্ন করার জন্য প্রতি সোমবার শিবলিঙ্গে জল ঢেলে প্রার্থনা করতে পারেন মেষ রাশির জাতকরা।
আরও পড়ুন : কাউকে ভাল লাগে? মনের কথা বলুন তুলা রাশির জাতকরা, শুরু হতে পারে নতুন সম্পর্ক
মকর রাশি: শাস্ত্র অনুযায়ী মনে করা হয় মকর রাশি মহাদেবের খুব প্রিয়। জ্য়োতিষশাস্ত্র অনুযায়ী মকর রাশির অধিপতি গ্রহ শনি। মকর রাশির জাতকদের উপর শনিদেবতা এবং মহাদেব দুজনেরই কৃপাদৃষ্টি থাকে। কথিত রয়েছে, শিবপুজো করলে এই রাশির জাতকরা খুব লাভবান হন। শিবলিঙ্গে জলাভিষেকের সঙ্গে বেলপাতাও অর্পণ করতে হবে মকর রাশির জাতকদের। শাস্ত্রমতে শিবপুজোর সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ভক্তের সব মনোকামনা পূর্ণ হয়।
কুম্ভ রাশি: এই রাশিরও অধিপতি গ্রহ শনি। কুম্ভ রাশির জাতকদের উপর কৃপা থাকে ভগবান শিবেরও। জ্যোতিষশাস্ত্রের মতে কুম্ভ রাশির জাতকদের শ্রাবণ মাসে শিবপুজো করা উচিত। পুজোর সময় ওম নমঃ শিবায় মন্ত্র অবশ্যই জপ করা উচিত। তার সঙ্গেই দানকার্যেও মন দেওয়া উচিত এই রাশিক জাতকদের।
DISCLAIMER: জ্য়োতিষশাস্ত্রে বলা বিষয় এবং লোকবিশ্বাসের উপর ভিত্তি করেই এই তথ্যগুলি দেওয়া হয়েছে। ABP LIVE-এর এই বিষয়ে কোনও নিজস্ব মতামত নেই।