Astrology: বুধের কৃপায় সোমবার থেকেই 'আচ্ছে দিন', ভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে এই ৪ রাশির; টিকবে না কোনও বাধা
Budh Gochar 2024 : কন্যা রাশির অধিপতি বুধ। কন্যা রাশিতে বুধের এই গোচরে কিছু রাশি ভাগ্য চমকাতে পারে।
কলকাতা : অপেক্ষা আর শুধু কালকের দিনটা। আগামী ২৩ সেপ্টেম্বর বুধ গ্রহ সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশির অধিপতি বুধ। কন্যা রাশিতে বুধের এই গোচরে কিছু রাশি ভাগ্য চমকাতে পারে।
বৃষ রাশি (Brisha Rashi) - বুধ পঞ্চম ঘরে প্রবেশ করছে। যা আপনাকে আপনার সন্তানদের প্রতি আরও যত্নশীল করে তুলবে। এই গোচরকালে আপনার বেতনের বড় অংশ সন্তানের শিক্ষার জন্য খরচ হতে পারে। প্রেমজীবনের জন্য সময়টা ভাল। যদি প্রেমের সম্পর্কে থাকেন, তাহলে বিয়ের কথা পরিবারে বলতে পারেন। যদি নতুন চাকরির খোঁজ করছেন, তাহলে এখন অপেক্ষা করে যান। তাড়াহুড়োতে ভুল সিদ্ধান্ত হতে পারে।
কন্যা রাশি (Kanya Rashi) - আপনার রাশিতে বুধের গমন খুব সুন্দর ফল দিতে চলেছে। যাঁরা মিডিয়া, মেডিসিন, ওকালতি, প্রকাশনা, গান ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত তাঁদের জন্য বুধের ট্রানজিট উপকারী প্রমাণিত হবে। চাকরির ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। ওষুধের কারবারিরা লাভবান হতে পারেন। গণেশের পুজো করলে এবং প্রত্যেক বুধবার দুর্বা অর্পণ করলে ভাল ফল পাবেন।
ধনু রাশি (Dhanu Rashi)- ধনু রাশির ক্ষেত্রে চাকরিজীবীদের জন্য বুধের গোচর শুভ হতে চলেছে। যাঁরা চাকরি হারিয়েছেন তাঁরা চেষ্টা করলে ভাল চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। বুধের পরিবর্তন আপনার কার্যক্ষমতা বাড়াতে পারে। বেতন বাড়ানোর জন্য HR-এর উপর চাপ বাড়াতে পারেন। এই সময়ে আপনার প্রতিভা লক্ষ্য করা হবে। জীবনে বিলাসিতা আসতে পারে। দামি গ্যাজেট নিতে পারেন বা পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
মীন রাশি (Meen Rashi) - বুধের রাশি পরিবর্তন আপনার ব্যবসার ক্ষেত্রে ভাল হবে। ২৩ সেপ্টেম্বরের পর আপনার ব্যবসায় লাভের মুখ দেখবেন। এই সময়ে আপনাকে আপনার পণ্যের জন্য নতুন বাজার অন্বেষণ করতে হবে। আপনি যদি এখনও বিবাহিত না হন তবে আপনার জীবনসঙ্গীর সন্ধান সম্পূর্ণ হতে পারে। চাকরিজীবীরা লাভবান হবেন। তবে বসকে খারাপ কথা বলা এড়িয়ে চলুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।