Ram Mandir: '২৬-র আগে রাজনীতির 'ধর্মযুদ্ধ', এবার সল্টলেকে রামমন্দির চেয়ে পড়ল পোস্টার
ABP Ananda LIVE : '২৬-র আগে রাজনীতির 'ধর্মযুদ্ধ', এবার সল্টলেকেও রামমন্দির? এবার সল্টলেকে রামমন্দির চেয়ে পড়ল পোস্টার। বিধাননগরে রামমন্দির, স্কুল, হাসপাতাল করতে চেয়ে বিজেপি নেতা সঞ্জয় পয়রার নামে পড়ল পোস্টার। সল্টলেকে রামমন্দিরের জন্য ১ টাকা করে দান সংগ্রহের কথাও বলা হয়েছে সেখানে। বিধানসভা ভোটের আগে তুঙ্গে মন্দির-মসজিদ রাজনীতি। মন্দির থেকে মসজিদ, গীতাপাঠ থেকে কোরান, তুঙ্গে রাজনীতির 'ধর্মযুদ্ধ'।
এখনও থামেনি যন্ত্র ! হুমায়ুনের 'বাবরি' নির্মাণে অনুদানের টাকা গোনা হয়েই চলেছে, এই অবধি কত পড়ল জমা ?
মুর্শিদাবাদে হুমায়ুনের বাবরি মসজিদের জন্য জমা পড়ছে অনুদান। ফের বাবরি মসজিদের জন্য জমা পড়া টাকা গোনার কাজ শুরু। কেউ হাতে গুণছেন।কেউ গুণছেন মেশিনে।৫০, ১০০, ২০০, ৫০০ টাকার নোট, পরিস্থিতি এমনই, সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য কেউ কেউ দিয়ে গেছেন নিজের সঞ্চয়ের আস্ত ভাঁড়টাই। ৭ তারিখের পর পর জমা পড়া টাকা গোনা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা অনুদান জমা পড়েছে। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে। ব্য়াঙ্কিংয়ের কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। তারপরে আবার ব্যাঙ্কে কাল গেছি চিফ ম্য়ানেজার SBI-কে বলেছি, আজকে একটা চিঠি দিতে বলেছে যে, বাইরের দেশ থেকে যারা টাকা দিতে চাইছে। সেই টাকা নিতে গেলে যা যা ওঁদের করার দরকার। কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে। যে এটা করতে যতটা টাকা লাগুক আমরা টাকা দেব, আপনি করুন।


















