New Year Horoscope 2022:২০২২-এ এই রাশির জাতকদের লক্ষ্য পূরণ হতে পারে, ভুলেও যে কাজগুলি করা যাবে না
New Year Horoscope 2022:জ্যোতিষ শাস্ত্র অনুসারে, প্রতি বছরই বিশেষ কিছু রাশি ক্ষেত্রে শুভ ফল ও সাফল্যের যোগ তৈরি হয়। দেখে নেওয়া যাক, এমনই কিছু রাশি সম্পর্কে।
Horoscope 2022, Rashifal 2022 : আর কয়েক ঘণ্টা পরই শুরু হয়ে যাবে নতুন ইংরেজি বছর ২০২২। নতুন বছর সাফল্য ও সম্বৃদ্ধি নিয়ে আসুক, এমনই কামনা প্রত্যেকেরই। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, প্রতি বছরই বিশেষ কিছু রাশি ক্ষেত্রে শুভ ফল ও সাফল্যের যোগ তৈরি হয়। দেখে নেওয়া যাক, এমনই কিছু রাশি সম্পর্কে।
বৃষ- নতুন ইংরেজি বছর ২০২২-এ বৃষ রাশির জাতকের গ্রহ রাহু থেকে মুক্তি ঘটতে চলেছে। বর্তমানে রাহু বৃষ রাশিতে বিরাজমান। কিন্তু ২০২২-এর ১২ জুলাই এই রাশি থেকে সরে যাবে রাহুষ। রাহুর প্রভাবে যে কাজগুলিতে বাধা পড়েছে, সমস্যার মুখে পড়তে হয়েছে, সেগুলিতে সাফল্য লাভের পরিস্থিতি তৈরি হতে পারে। বছরের শুরুতে কিছু বিষয় মাথায় রাখতে হবে। ভুল সঙ্গ ও খারাপ অভ্যেস যত দ্রুত সম্ভব ছাড়তে হবে। নাহলে ক্ষতির মুখে পড়তে হতে পারে। নতুন বছরে চাকরি ও ব্যবসায় সফলতার পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিভা ও কুশলতার সঙ্গে এই পরিস্থিতি কাজে লাগাতে হবে।
মিথুন- নতুন বছরে এই রাশির জাতকদের শনির ঢাইয়া থেকে মুক্তিলাভ হতে চলেছে। বর্তমান সময়ে এই রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে।নতুন বছরের ২৯ এপ্রিল শনির এই ঢাইয়া শেষ হবে। এরপর এই রাশির জাতকদের কাজে সাফল্যের সম্ভাবনা বাড়বে। এই সময় পর্বে নতুন চাকরির খোঁজও সমাপ্ত হতে পারে। চাকরিতে প্রোমোশনের পরিস্থিতি আসতে পারে। আর্থিক টানাটানিরও অবসান হতে পারে। লগ্নি থেকে ভালো অর্থ প্রাপ্তির সম্ভাবনা। ক্রোধ ও অহংকার পরিহার করে চলতে হবে। নাহলে ক্ষতির মুখে পড়তে হতে পারে।
মীন- মীন রাশির জাতকের নতুন বছরে কর্মক্ষেত্রে লাভের পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন বছরে চাকরি পরিবর্তনের পরিকল্পনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিপত্তি ও পদোন্নতির সম্ভাবনা। ব্যবসাতেও বৃদ্ধির যোগ রয়েছে। কোনও না কোনও ভাবে সম্মানপ্রাপ্তির যোগও রয়েছে। এই রাশির জাতকের কার্যপদ্ধতিরও পরিবর্তন হতে পারে। খুব দ্রুত ব্যবসায় সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই গতি বাধাপ্রাপ্ত হলেও সাহায্য করার লোক মিলতে থাকতে পারে এবং নতুন নতুন পরিকল্পনা তৈরি করতে থাকবেন। এটা সাফল্যের সময়। শুধু যে সুযোগ আসবে তা নিষ্ঠা ও অধ্যাবসায়ের সঙ্গে কাজে লাগাতে হবে। ব্যবসায় অংশীদারিত্বের পরিস্থিতি আসতে পারে, যা স্বীকার করে নেবেন। স্বার্থান্বেষী ও প্রতারকদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। অন্যের নিন্দা করা বা তা শোনার পরিস্থিতি এড়িয়ে চলাই ভালো।