Meen Rashi Horoscope : সাড়ে সাতির কবলে তবুও মন্দ নয় ! ২০২৫ এ মীন রাশির জন্য দারুণ সব খবর...
২০২৫, মীন রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির প্রভাবে থাকবে। তাহলে কেমন কাটবে বছর ?
মীন রাশির জাতক, জাতিকারা সাধারণত সংবেদনশীল এবং সহানুভূতিশীল । ভালবাসার মানুষের প্রতি এদের আবেগ গভীর। সম্পর্ক, কাজ এবং জীবনের অন্য প্রতিটি দিককে এঁরা খুব শৈল্পিক দৃষ্টিতে দেখে। এঁরা সাধারণত আদর্শবাদী । নিজেকে ভাল চেনেন। এঁরা আধ্যাত্মিক ভাবনাকে গুরুত্ব দেন। মীন রাশির সমস্যা হল দিবাস্বপ্ন দেখা। চারপাশের সবাইকে আকৃষ্ট করতে পারেন । এঁরা হাসি এবং ব্য়ক্তিত্ব সকলের মন জিতে নেন। মীনের শাসক গ্রহ বৃহস্পতি। জেনে নিন মীন রাশির বার্ষিক রাশিফল-
মীন রাশিফল ২০২৫
২০২৫, মীন রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির প্রভাবে থাকবে। সাড়ে সাতির ২য় পর্যায় চলবে এঁদের । জীবনে ধৈর্য ও সততার পরীক্ষা দিতে হবে। যাইহোক, এই রাশির লোকেরা শিল্প এবং সঙ্গীত পছন্দ করে। বেশি টাকা রোজগারের তাগিদে এঁরা অপ্রয়োজনীয় খরচও করে ফেলতে পারেন, যে কারণে তারা ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে।
মীন রাশির জাতকরা এই বছর তাদের কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন। ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পারেন। মীন রাশির জাতক জাতিকারা মোটের উপর সুখীই থাকবেন। বছরের শুরুতে পেটের রোগ তাদের সমস্যায় ফেলতে পারে। স্বাস্থ্যের বিষয়ে গাফিলতি করবেন না।
এই রাশির জন্য ২০২৫ সালটি ভাল কোনও উপহার দিতে পারে। জানুয়ারি থেকে মে পর্যন্ত উচ্চশিক্ষায় মন দিতে হবে। দেশ বা বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারেন। কিন্তু অসতর্ক হলে ফলাফল খারাপ হতে পারে। এর পাশাপাশি মীন রাশির জাতকদের তাঁদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
২০২৫ সালটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য ভাল । জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত খুব বেশি আয় হবে না। তবে এর পরে ভাল ফল দেখা যাবে । তবে সারা বছরই সঞ্চয়ের দিক থেকে লাভজনক হতে চলেছে। তাই আয়ের দিক থেকে ২০২৫ সাল বিরাট ভাল কিছু না হলেও মিশ্ বলা যায়।
মীন রাশির জাতক জাতিকারা ২০২৫ সালে তাদের চাকরির ক্ষেত্রে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবেন না। সবকিছুই ব্যক্তির কঠোর পরিশ্রমের উপর নির্ভর করবে । তবে অফিসের পরিবেশ কিছুটা বিরক্তিকর হবে। রাজনীতির জন্য আপনি নিজেকে মাঝে মাঝে অসুখী বোধ করবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।