Rahu Ketu Gochar: রাহু-কেতুর গমনে বিপুল লাভ এই ৩ রাশির! ২০২৫ সালে মুঠো ভরে ঘরে আসবে টাকা
Lucky Zodiac Signs: কবে থেকে এই ৩ রাশির শুভ সময় শুরু? কেন রাহু-কেতুর গমনে ফুলেফেঁপে উঠবেন এরা?
কলকাতা: জ্য়োতিষশাস্ত্র এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাহু ও কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এই দুটিকে অশুভ বলে বিবেচনা করা হয়। বিশ্বাস রয়েছে এই ২টি কোনও ব্য়ক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জ্য়োতিষশাস্ত্র অনুযায়ী, কেতু ও রাহু কোনও ব্যক্তির জন্মছকে কী অবস্থানে রয়েছে তার উপর ভিত্তি করে ফল দেয়। ২০২৫ সাল এদিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। এই বছর রাহু ও কেতুর স্থানান্তর ২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।
এখন রাহু ও কেতু গমন করছে মীন ও কন্যা রাশির উপর। রাহু ও কেতু সর্বদা পশ্চাদগামী হয়। আগামী বছর ২০২৫ সালে ১৮ মে পর্যন্ত এই রাশিচক্রেই থাকবে। এরপরে বিকেলে রাহু শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে।
কোন কোন রাশির উপর শুভ প্রভাব?
কুম্ভ রাশি: রাহু-কেতুর গমন কুম্ভ রাশির জাতকদের জন্য উপকারী হবে। কুম্ভ রাশির অধিপতি শনি। শনি ও রাহুর মধ্যে বন্ধুসুলভ সম্পর্ক রয়েছে। কুম্ভ রাশির জাতকদের জন্য শনি ও রাহু একসঙ্গে শুভ ফল দেবে। ২০২৫ সালের মে থেকে পরের আড়াই বছর এই রাশিচক্রের জন্য বর আসতে চলেছে। এই সময়ে জমি, বাড়ি, গাড়ি কিনতে পারেন। কাজের জায়গাতেও বড় সাফল্য আসবে।
সিংহ রাশি: রাহু-কেতুর স্থান পরিবর্তন সিংহ রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। ২০২৫ সালের মে থেকে পরবর্তী আড়াই বছর সিংহ রাশির জাতকদের জন্য খুবই উপকারী হবে। রাহু-কেতুর প্রভাবে জীবনে অগ্রগতি হবে। চাকরিজীবীদের আয় বৃদ্ধির পাশাপাশি, পদোন্নতি পাওয়ার সম্ভাবনাও আছে। জীবনসঙ্গীর থেকে সমর্থন পাবেন। আদালতে কোনও মামলায় জয়লাভ হবে।
বৃষ রাশি: রাহু-কেতুর গমন বৃষ রাশির জাতকদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। ২০২৫ সালের মে মাস থেকে শুভ সময় শুরু হতে চলেছে। রাহু ও কেতুর প্রভাবে বৃষ রাশির জাতকদের জীবন সুখে ভরিয়ে দেবে। আর্থিকভাবে উন্নতি লাভ হবে। হাতে টাকা আসবে।
disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে ABPLive.com কোনো তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ মিথ্যে- প্রমাণ পেতেই ক্ষুব্ধ বিচারক! ভরা আদালতে এ কী বললেন?