Daily Astrology: বৈবাহিক সম্পর্কে ফাটলের আশঙ্কা, বিগড়ে যেতে পারে স্বাস্থ্য; কী বলছে আপনার রাশিফল?
Horoscope Tomorrow: তুলা থেকে মীন, আগামীকাল শনিবার কোন রাশির দিন কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

কলকাতা: আগামীকাল ২৪ মে। শনিবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। বন্ধুদের কাছ থেকে পরামর্শ পেলে আপনার কাজ সহজ হবে। অপরিচিত কাউকে বিশ্বাস নয়। মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আপনার মানসিক শান্তি হবে। কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে। বৈবাহিক সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): অনুকূল দিন হবে। পরিকল্পনা অনুযায়ী ব্যবসার কাজ করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজে সবাই উপর খুশি হবেন। বাড়িতে অতিথি আসার কারণে আপনার দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন আসতে পারে। কর্মজীবনে দুর্দান্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিবাচক মনোভাব আপনার কর্মজীবনে উন্নতি আনবে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): পরিবারের জন্য ভাল খবর রয়েছে। চাকরিজীবীদের জন্য অনুকূল দিন। কাজের সঙ্গে সম্পর্কিত সুসংবাদ পাবেন। সঠিক পরিকল্পনার মাধ্যমে কেরিয়ারে পরিবর্তন আনতে পারবেন। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সুবর্ণ সুযোগ পাবেন।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): দিন অনুকূল থাকবে। আত্মীয়দের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে শিক্ষকদের সহায়তা পাবেন। লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকলে যে কোনও বড় ঝামেলা এড়াতে পারবেন। অতিরিক্ত কাজের চাপ আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): বিবাহিত জীবন সুখের হবে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। লক্ষ্য অর্জনের জন্য শিক্ষকদের সাহায্য পাবেন। আপনার কথায় সবাই মুগ্ধ হবে। ব্যবসায়ীরা আরও ভাল সুযোগ পাবেন। আইআইটি পড়ুয়াদের জন্য শুভ দিন। মানুষের কাছ থেকে সহায়তা পাবেন।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): প্রচুর আত্মবিশ্বাস থাকবে। সৃজনশীল কাজ করবেন। অগ্রগতির অনেক সুযোগ পাবেন। ব্যবসায় লাভ হবে । স্বাস্থ্য আগের চেয়ে ভাল থাকবে। পরামর্শ নিয়ে এগিয়ে গেলে বিবাহিত জীবনে বোঝাপড়া বৃদ্ধি পাবে। জীবনে আপনার অগ্রগতি নিশ্চিত হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন




















