Sawan Shani Puja : অতি গুরুত্বপূর্ণ শ্রাবণের শনিবার, এভাবে ডাকুন মহাদেবকে, থাকবে না সাড়ি সাতির প্রভাব
Shani Puja : শিবকে নাকি ভয়ানক ডরান শনি। তাই শনির রোষ থেকে রেহাই পেতে গেলে শিবকে তুষ্ট রাখতে পারলেই হবে।
কলকাতা : ভগবান শিবকে শনিদেবের গুরু মনে করা হয়। কথিত আছে, শনিকে বিচারকের আসন দিয়েছিলেন মহাদেবই। পুরাণে এই সংক্রান্ত অনেক গল্প আছে। তার মধ্যে এক পৌরাণিক কাহিনি মতে, একবার শিব ও শনির মধ্যে একবার বড় যুদ্ধ বেঁধেছিল। এতটাই ভয়াবহ ছিল সেই যুদ্ধ যে শিবকে আঘাতও করেছিলেন শনি। পাল্টা শিবও নাকি ত্রিশূলের আঘাত করেন শনিদেবকে। এরপর ১৯ বছর ধরে শনিকে কঠিন অবস্থায় রেখে দিয়েছিলেন শিব। শনিও ততক্ষণ ধরে শিবের আরাধনা করেছিলেন। তাই শিবকে নাকি ভয়ানক ডরান শনি। তাই শনির রোষ থেকে রেহাই পেতে গেলে শিবকে তুষ্ট রাখতে পারলেই হবে।
শ্রাবণ মাস শিব ঠাকুরের মাস। এই সময়টা শনিবারগুলোয় মহাদেবকে তুষ্ট রাখতে পারলেই কঠিন সময় অনেকটাই কেটে যায়। ২৭শে জুলাই শ্রাবণের প্রথম শনিবার। সূর্যাস্তের পর পিপল গাছের নিচে একটি প্রদীপ জ্বালান। এতে অর্থনৈতিক সংকট দূর হতে পারে বলে অনেকেরই বিশ্বাস। পিপল গাছকে ৭ বার প্রদক্ষিণ করতে হবে। অভাবীকে প্রয়োজনীয় জিনিস দান করতে হবে। এতে নাকি শনিদেব অনেকটাই তুষ্ট হন।
এদিন মহাদেবকে অপরাজিতা ফুল অর্পণ করলে,ভক্তের উপর শনির আশীর্বাদ বর্ষিত হয়। শনির মহাদশার কারণে দাম্পত্য জীবনে চলমান উত্তেজনা দূর হয়ে যায়। শনিবার শিবলিঙ্গে কালো উড়দ, কালো তিল নিবেদন করুন। বিশ্বাস করা হয় , এতে শনির প্রতিকূল প্রভাব থেকে রেহাই মেলে। মানসিক চাপ থেকে মুক্ত হওয়া যায়। সেই সঙ্গে শ্রাবণের শনিবারগুলো রুদ্রাবতার হনুমানজির পুজো করলেও স্বস্তি মেলে।
২৬ জুলাই কোন রাশির কেমন কাটবে
মেষ রাশি- আর্থিক দিকে উন্নতির সম্ভাবনা
বৃষ রাশি- সাফল্য অর্জনে শুভ সময়
মিথুন রাশি- শরীরের প্রতি যত্নশীল হন
কর্কট রাশি- নতুন কাজ শুরু হতে পারে
সিংহ রাশি- বিবাহিত জীবন সুখের হবে
কন্যা রাশি- ব্যয় বাড়তে পারে
তুলা রাশি- বিনিয়োগ করার শুভ যোগ
বৃশ্চিক রাশি- ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা
ধনু রাশি- কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে
মকর রাশি- ব্যক্তিগত জীবনে সমস্যা বাড়বে
কুম্ভ রাশি- আত্মবিশ্বাস বজায় থাকবে
মীন রাশি- ভুল পরিকল্পনায় আর্থিক ক্ষতি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে