Astrology: একই রাশিতে চন্দ্র ও দেবগুরু বৃহস্পতি, ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই ৩ রাশির
Gajkesari Yoga 2024 : ১৮ জানুয়ারি চাঁদ মেষ রাশিতে ঢুকবে এবং বৃহস্পতি ইতিমধ্যেই এই রাশিতে উপস্থিত রয়েছে। মেষ রাশিতে উভয়ের মিলন ২০ জানুয়ারি সকাল ৮টা ৫৩ মিনিট পর্যন্ত চলবে
কলকাতা : নতুন বছরে অনেকগুলি শুভ যোগ তৈরি হতে চলেছে। যার জেরে কমবেশি উপকৃত হবেন প্রতিটি রাশির জাতক। সেরকমই তৈরি হচ্ছে গজকেশরী যোগ। ২০২৪ সালের প্রথম মাসেই তৈরি হচ্ছে এটি। গজকেশরী রাজযোগ ১৮ জানুয়ারি গঠিত হয়ে ২০ জানুয়ারি শেষ হবে। একই রাশিতে চন্দ্র ও দেবগুরু বৃহস্পতির মিলন হলে গজকেশরী রাজযোগ গঠিত হয়।
১৮ জানুয়ারি চাঁদ মেষ রাশিতে ঢুকবে এবং বৃহস্পতি ইতিমধ্যেই এই রাশিতে উপস্থিত রয়েছে। মেষ রাশিতে উভয়ের মিলন ২০ জানুয়ারি সকাল ৮টা ৫৩ মিনিট পর্যন্ত চলবে। যা শুভ বলে মনে করা হয়। এছাড়াও ১৮ জানুয়ারি সর্বার্থ সিদ্ধি যোগও গঠিত হচ্ছে। এই যোগ গঠিত হলে গজের সমান ক্ষমতা ও সম্পদ লাভ হয়। এক্ষেত্রে জাতক তার প্রজ্ঞা এবং অদম্য সাহসের জোরে প্রতিটি কাজ সম্পন্ন করেন। গজকেশরী যোগ গঠনের সঙ্গে সঙ্গে কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে।
মেষ রাশি (Aries Horoscope)- গজকেশরী যোগ আপনার রাশিতে তৈরি হচ্ছে। এই সময়টি আপনার জন্য শুভ। আপনি মানসিক শান্তি অনুভব করবেন। যে কাজেই হাত দেবেন তাতেই সাফল্য পাবেন। এই রাশির জাতক জাতিকারা হঠাৎ করে আর্থিকভাবে লাভবান হতে পারেন। এই যোগ গঠনের সঙ্গে সঙ্গে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। বড় লাভ হতে পারে। আটকে থাকা সব কাজ শেষ হবে। সমাজে আপনার মান-সম্মানও বাড়বে। সুখবর পেতে পারেন।
মিথুন রাশি (Gemini Horoscope)- গজকেশরী যোগ আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে। এই রাশির জাতকরা আর্থিক দিক ও সামাজিক জীবনে শক্তি পাবেন। আপনার খ্যাতি ও গৌরব বাড়বে। অর্থের আগমন ভাল হবে। আপনি কিছু নতুন উৎস থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। চাকরিজীবীরা ভাল খবর পাবেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। বেতন বৃদ্ধিও হতে পারে। ব্যবসায়ীরা লাভবান হবেন। যাঁরা অবিবাহিত আছেন তাঁদের বিয়ের প্রস্তাব আসতে পারে। পদ-প্রতিষ্ঠা, সব কাজে সাফল্য পাবেন।
সিংহ রাশি (Leo Horoscope)- এই রাশির জাতকরা প্রচুর সম্পদ পাবেন। এই যোগের শুভ প্রভাবে আপনার জীবনের সমস্ত সমস্যা কেটে যাবে। গজকেশরী যোগের মাধ্যমে সিংহ রাশির জাতকদের নতুন গাড়ি ও সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হতে পারে।এই যোগের মাধ্যমে কেরিয়ারে নতুন উচ্চতা অর্জন করতে পারেন। গজকেশরী যোগ গঠনের সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতকদের শুভ দিন শুরু হবে। ব্যবসায় উন্নতি হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও আইনি বিবাদের সমাধান হতে পারে। স্ত্রীর সঙ্গে চলমান মতপার্থক্য মিটে যাবে।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।