Shani Ashta 2025 : অস্ত গেলেন শনি, কোনও ভুলের হবে না ক্ষমা, ৫ রাশিকে কড়া শাসন করবেন বড়ঠাকুর
৪০ দিনের জন্য অস্ত গিয়েছেন শনি। এবার ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ৫ রাশি ।

অবশেষে অস্ত গেলেন শনি। ফেব্রুয়ারির শেষ দিনেই শনি অস্ত গিয়েছেন। শনির গতিতে সবচেয়ে বড় পরিবর্তন ঘটতে চলেছে এই ২০২৫ সালেই। শনি রাশি পরিবর্তন করতে চলেছে ২৯ মার্চে । তার আগে শনি অস্ত যাচ্ছে ২৮ ফেব্রুয়ারি। জ্যোতিষশাস্ত্র মতে শনির অস্ত যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে কোন রাশির জাতকরা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন, একবার দেখে নেওয়া যাক।
পণ্ডিত সুরেশ শ্রীমালীর মতে, শনি ৪০ দিন ধরে অস্তমিত অবস্থায় থাকছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত, অতিরিক্ত সতর্ক থাকার প্রয়োজন কয়েকটি রাশিকে। পঞ্চাঙ্গ অনুসারে, গতকাল, শুক্রবার সন্ধ্যা ৭.০৬ মিনিটে শনি অস্ত গিয়েছে। এই সময়ে এমন কিছুই করবেন না, যা শনিকে রাগিয়ে দিতে পারে।
মেষ রাশি
রাগ সামলে চলাটাই মেষ রাশির জন্য সবচেয়ে বড় শিক্ষা। মঙ্গলের প্রভাব রয়ছে। রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে,আপনি বড় সমস্যায় পড়তে পারেন। আইনি জটিলতায়ও আটকে যেতে পারেন। কাজে অসম্ভব মনোযোগ দিতে হবে। সমস্যা এড়াতে বজরঙ্গবলীর পুজো করতে হবে।
তুলা রাশি
শনিদেবের এই রাশির উপর বিশেষ নজর রয়েছে। তুলা রাশিও শনির প্রিয় রাশি। তাই, অস্ত যাওয়ার পরে, শনি এই রাশির জাতকদের কর্ম ক্ষমতাকে প্রভাবিত করবে। আলস্য থেকে দূরে থাকুন। আপনার লক্ষ্য পূরণ করুন। অন্যথায় অফিসে আপনার অবস্থান দুর্বল হতে পারে। অর্থের ব্যাপারে সতর্ক থাকুন। অযথা অর্থ ব্যয় করবেন না। পেট সম্পর্কিত রোগগুলি আপনাকে সমস্যায় ফেলতে পারে। বন্ধুদের পরামর্শ নিয়ে আপনি যেকোনো নতুন কাজ শুরু করতে পারেন।
মকর রাশি
শনি অস্ত যাওয়ার সময় মকর রাশির জাতকদের আচরণে বড় পরিবর্তন আনতেপারে। মেষ রাশির মতো মকরের জাতকদেরও রাগে নিয়ন্ত্রণ রাখতে হবে। বিনা কারণে কারো উপর রাগ করা থেকে বিরত থাকুন। শনি মকর রাশির অধিপতি। কাজে বিশেষ মনোযোগ দিতে হবে। সেবা কাজে আগ্রহ দেখাতে পারেন। স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে।
কুম্ভ রাশি
৪০ বছর পর, শনি কুম্ভ রাশিতে অস্ত যাচ্ছে। শনি অস্ত যাওয়ার ফলে স্বাস্থ্য এবং অর্থ সম্পর্কিত সমস্যা হতে পারে। নতুন ঋণ নেওয়া এড়িয়ে চলুন । কাউকে ঋণ দেওয়া থেকেও বিরত থাকুন। গাড়ি চালানোর সময় নিয়ম ও আইন মেনে চলুন।
বৃশ্চিক রাশি
ঋণ নেওয়া এড়িয়ে চলুন। শনির অস্তমিত থাকায় আর্থিক বিষয়ে সমস্যা তৈরি হতে পারে। চাকরি পরিবর্তনের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হতে পারে। কোনও ধর্মীয় ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। প্রেম জীবনে কিছু বাধা আসতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

