Shani Astrology: ২০২৫ সালের মার্চ...তারপরেই শনির প্রভাবে এই ৫ রাশির জীবনে কীসের অশনি সঙ্কেত?
Shani Sade Sati: শনি সামনের বছর মার্চে মীন রাশিতে গমন করবে, তারপর কোন কোন রাশির উপর প্রভাব পড়বে?
![Shani Astrology: ২০২৫ সালের মার্চ...তারপরেই শনির প্রভাবে এই ৫ রাশির জীবনে কীসের অশনি সঙ্কেত? Shani astrology shani sade sati shani gochor meen kumbha makar Shani Astrology: ২০২৫ সালের মার্চ...তারপরেই শনির প্রভাবে এই ৫ রাশির জীবনে কীসের অশনি সঙ্কেত?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/03/ee60fee285a3cec83d8667ba143bc92c1725303066175385_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শনিদেব ২০২৫ সালের মার্চ মাসে মীন রাশিতে গমন করবে এবং এর সঙ্গেই প্রভাব আসবে ৫টি রাশির জাতকদের উপর। এর ফলে ৫টি রাশির উপর শনির সাড়েসাতি ও ধইয়া শুরু হবে, এর ফলে কষ্টের মধ্য দিয়ে যাবেন তাঁরা।
শনি আড়াই বছর মীন রাশিতে থাকবে। অর্থাৎ ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত সময়টি শুধুমাত্র মীন রাশির জাতকদের জন্যই বেদনাদায়ক হবে না, কিছু অন্য রাশির চিহ্নকেও কষ্ট দেবে। এই ব্যক্তিরা কর্মজীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিক সংকট, অসুস্থতা বা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
শনি মীন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কর্কট এবং বৃশ্চিক রাশির জাতকরা শনির ধইয়ার থেকে মুক্তি পাবেন। তবে সিংহ ও ধনু রাশির জাতক-জাতিকাদের ওপর শুরু হবে শনি ধইয়া। যা এই উভয় রাশির জাতকদের আড়াই বছরের জন্য কষ্ট দেবে। ২০২৫ সালের মার্চ থেকে, মেষ রাশিতে শনির সাড়ে সাতির প্রথম পর্ব, মীন রাশিতে শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব এবং কুম্ভ রাশিতে শনির সাড়ে সাতির তৃতীয় পর্ব শুরু হবে।
কর্মফলের হিসাব হবে:
জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। শনি কর্ম অনুসারে ফল দেন বলে শনিকে ন্যায়বিচারের দেবতা বলা হয়। শনি সেই রাশিচক্রের উপর কড়া নজর রাখে যেগুলির উপর সাড়ে সাতি এবং ধইয়া বিরাজমান। তাঁদের কর্ম অনুসারে ফল দিয়ে থাকে।
এই ভুলগুলো করবেন না:
অতএব, সাড়ে সাতি ও ধইয়ার সময় শনিদেব অসন্তুষ্ট হতে পারেন এমন কাজ করবেন না। কোনও অসহায়, গরীব বা বয়স্ক ব্যক্তিকে অপমান করবেন না। তাঁদের হয়রানিও করবেন না। কণ্ঠহীন প্রাণীদের হয়রানি করবেন না। মিথ্যা,মচুরি, অনৈতিক কার্যকলাপ এবং নেশা থেকে দূরে থাকুন। অন্যথায় শনি আপনাকে অনেক কষ্ট দেবে।
শনি থেকে নিজেকে রক্ষা করার উপায়:
শনির অশুভ প্রভাব থেকে বাঁচতে প্রতি শনিবার পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। শনি চালিসা পড়ুন। শনিবার শনি সংক্রান্ত জিনিস দান করুন। গরিব-দুঃখীকে সাহায্য করুন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: IAF Plane Crash: দুর্ঘটনার মুখে IAF ফাইটার জেট! কেমন আছেন চালক?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)