Shani Astrology : ভয়ঙ্কর শক্তি বাড়ছে শনির, এ বছরের বাকি ৬ মাসেই ঘুরবে খেলা,এই ৫ রাশির প্রতি পদে চ্যালেঞ্জ
২০২৫ সালে শনির এই গোচর মেষ রাশির জাতক জাতিকাদের উপর নতুন করে প্রভাব বিস্তার করেছে। শুরু হয়েছে এই রাশির সাড়েসাতি, নতুন করে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি দেবকে ন্যায়বিচার ও কর্মের দেবতা বলা হয়। শনি দেব প্রতিটি ব্যক্তিকে তার কর্ম অনুসারে ফল দেন। এই বছরের ২৯শে মার্চ, শনি দেব কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করেছেন। তার সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে বিভিন্ন রাশির উপর বড়ঠাকুরের প্রভাব। সেই সময় থেকে নতুন করে কয়েকটি রাশির উপর শনির সাড়েসাতি এবং ধৈয়ার প্রভাব শুরু হয়েছে। ২০২৫ সালে শনির এই গোচর মেষ রাশির জাতক জাতিকাদের উপর নতুন করে প্রভাব বিস্তার করেছে। শুরু হয়েছে এই রাশির সাড়েসাতি, নতুন করে। শেষ হয়েছে কুম্ভ রাশির সাড়ে সাতি। মীন রাশির জাতক জাতিকাদের উপর সাড়েসাতির দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে।
২০২৫ সালে, শনির সাড়ে সাতি চলছে মেষ, মীন এবং কুম্ভ রাশির। শনির গোচরের সঙ্গে সঙ্গে সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকাদের উপর শনির ধৈয়া শুরু হয়েছে। এর জন্য সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকাদেরও সতর্ক থাকা প্রয়োজন। শনির এই সাড়ে সাতি এড়াতে কয়েকটি প্রতিকার কার্যকর প্রমাণিত হতে পারে। এমন পরিস্থিতিতে, শনি দেবের অশুভ প্রভাব এড়াতে, শনিবার পিপল গাছে জল অর্পণ করা যেতে পারে। এছাড়াও আরও কয়েকটি রীতি পালন করলে, বড়ঠাকুরের আনুকূল্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।
শনিবার শনিদেবকে সরিষার তেল অর্পণ করা শ্রেয়। শনিদেবের অশুভ প্রভাব থেকেও রক্ষা পাওয়া যেতে পারে এই কাজটি করলে। এছাড়া একটি লোহার পাত্রে ২৫০ গ্রাম তেল নিন, তাতে নিজের প্রতিফলন দেখুন এবং সেই তেল দান করুন। এটি করলে উপকার পাবেন। এছাড়াও, শনিবার ভগবান শিব, মাতা পার্বতী এবং হনুমানজির পূজা করলে শনি সাধেশতী থেকেও মুক্তি পাওয়া যায়। দরিদ্রদের সাহায্য করলেও উপকৃত হন শনি সাড়ে সাতিতে থাকা মানুষরা। যে সব রাশির জাতকদের উপর শনির ধৈয়া চলছে, তাদের কয়েকটি কাজ থেকে দূরে থাকতে হবে, তবেই তারা ধৈয়ার কঠিন প্রভাব থেকে মুক্তি পাবে।
শনি ধাইয়া এড়াতে মদ খাওয়া বন্ধ করুন। মিথ্যা বলার অভ্যাস ত্যাগ করুন। যে কোনো ধরনের বিতর্ক থেকে দূরে থাকুন। মানুষকে সাহায্য করা শুরু করুন। হনুমান চালিসা ও সুন্দরকাণ্ড পাঠ করুন। শনিবার শনিদেবকে তেল অর্পণ করুন। ঘরে সরিষার তেলের প্রদীপ জ্বালান। এই কাজগুলি করলে আপনি কেবল শনির ধৈয়া থেকেই মুক্তি পাবেন এমন নয়, বরং শনিদেবের বিশেষ আশীর্বাদও পাবেন।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















