Shani Dev : কোন কোন দেবতার পুজো করলে সহজে চটেন না 'বড়ঠাকুর', জানুন শনিবারের আগেই
Shani Dev Puja : মনে করা হয়, যদি শনিদেবের সঙ্গে এই তিন দেবতার পুজো করেন তাহলে শনিদেব খুব দ্রুত প্রসন্ন হন
কলকাতা : শনিবার শনিদেবের পুজো করলে অবশ্যই ফল পাওয়া যায় বলে মনে করা হয়। তবে কেউ যদি শনিদেবের সঙ্গে এই তিন দেবতার পুজো করেন তাহলে শনিদেব খুব দ্রুত প্রসন্ন হন এবং তাঁর উপর সহজে চটেন না। জেনে নেওয়া যাক, কোন কোন দেবতার পুজো সন্তুষ্ট শনিদেবও।
শনি ন্যায়ের দেবতা
জ্যোতিষশাস্ত্রে, শনিকে বলা হয় ন্যায়ের দেবতা। তিনি লোককে কর্ম অনুসারে ফল দেন। তাই তাঁকে বলা হয় বিচারক গ্রহ। শনি দেবতা কর্ম ঘরের অধিপতি, তাই এঁর শুভ প্রভাবে কেউ কেউ ব্যক্তি জীবনে খুব ইতিবাচক ফল পান। আবার শনির রোষে জীবন তোলপাড়ও হয়ে যেতে পারে। তাই শনিদেবকে তুষ্ট রাখা গুরুত্বপূর্ণ বলেও মনে করা হয়।
শ্রী কৃষ্ণ
শনিদেব নিজে শ্রীকৃষ্ণের ভক্ত বলে বিশ্বাস। তাই মনে করা হয়, শনিদেব ভগবান কৃষ্ণকে খুশি করার জন্য মথুরার কোসিকালানে কোকিলাবনে কঠোর তপস্যা করেছিলেন। যেখানে তাঁর তপস্যায় খুশি হয়ে শ্রীকৃষ্ণ কোকিল রূপে তাঁর কাছে আবির্ভূত হন।
মহাদেব
শনিদেবও শিবের ভক্ত। তিনি শিবের বর লাভের জন্যও কঠোর তপস্যা করেছিলেন। শনিদেবের বাবা সূর্যদেব তাঁর মা ছায়াকে অপমান করেছিলেন। যাঁর ফলে শনিদেব ক্ষোভে, দুঃখে কঠোর তপস্যা শুরু করেছিলেন। যার ফলে ভগবান শিব প্রসন্ন হয়ে শনিদেবকে সমস্ত গ্রহের বিচারক করে দেন। সেই সঙ্গে এমন বর দিয়েছিলেন যে দেবতারাও শনির বিচারের হাত থেকে রক্ষা পাবে না।
বজরঙ্গবলী
এছাড়া হনুমানজির ভক্তদের উপরও শনিদেবের আশীর্বাদ সবসময় থাকে। কথিত আছে, একসময় শনিদেব একবার নিজের ক্ষমতা নিয়ে অহংকারী হয়ে পড়েছিলেন। সেই সময় হনুমানজীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। বজরঙ্গবলীই সেই অহংকে ভেঙে দিয়েছিলেন। এরপর শনিদেব প্রতিজ্ঞা করেন যে তিনি তাঁর ভক্তদের কষ্ট দেবেন না।রোষ করবেন না শ্রীরাম-ভক্তদের উপরও ।
তাই মনে করা হয়, তাই শনিদেবের আরাধনার পাশাপাশি কেউ যদি এই দেবতাদের পুজো করেন, তাহলে শনিদেব অবশ্যই তাঁকে শুভ ফল দেন এবং সমস্ত ঝামেলা থেকে রক্ষা করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন :
এই বছর ৩ বার গতি বদলাবেন শনি, ৩ রাশির মিলবে সাড়ে সাতি থেকে মুক্তি