Shani Effect 2024 : দীপাবলিই কাটিয়ে দেবে আঁধার, হাত দিলেই সোনা ফলবে এই ৪ রাশির
জ্যোতিষশাস্ত্রে শনি শৃঙ্খলা পছন্দ করেন। জীবনের পাঠ শেখান শনি। কারও জীবনে শনির প্রভাব পড়ে তাঁদের কর্মফল অনুসারে।
কলকাতা : জ্যোতিষশাস্ত্রবিদ অনীশ ব্যাসের মতে, দীপাবলির মাত্র কয়েক দিন পরে ১৫ নভেম্বর থেকে শনিদেব ফিরে আসবেন প্রত্যক্ষ গতিতে। এই প্রত্যক্ষ গতি ও পশ্চাতপদগতির বিশেষ কিছু মাহাত্ম্য আছে।
জ্যোতিষশাস্ত্রে শনি শৃঙ্খলা পছন্দ করেন। জীবনের পাঠ শেখান শনি। কারও জীবনে শনির প্রভাব পড়ে তাঁদের কর্মফল অনুসারে। এটা ঠিকই শনি চ্যালেঞ্জ এবং নানারকম বাধা তৈরি করতে পারেন। তবে সবাইকে একইরকম ভাবে ঝামেলায় ফেলেন না শনি। যেমন কাজে বিলম্ব হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারেন জাতক। এই চ্যালেঞ্জগুলিকেই জীবনের পাঠ হিসাবে দেখা হয় । শনি মানুষকে শৃঙ্খলা, ধৈর্য ধরতে শেখান। আবার কুণ্ডলীতে শনি পোক্ত হলে, সেই ব্যক্তিকে নেতৃত্ব দিতে দেখা যায়। শনি কঠোর পরিশ্রমকারী এবং শৃঙ্খলাবদ্ধ লোকদের পছন্দ করেন। খারাপ কর্মের প্রভাব কমাতে অভাবী এবং দরিদ্রদের সাহায্য করতে পারেন। এবার দেখা যাক, দীপাবলির পরেই কার কপালে সোনার কাঠির ছোঁয়া লাগবে।
বৃষ রাশি হলে, শনি সরাসরি ঘুরলেই তাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এবং সাফল্যের বন্ধ দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে। সামাজিক প্রতিপত্তি বাড়বে। অনেকদিনের আটকে থাকা কাজে গতি আসবে। নানারকম সুখবর শোনা যাবে।
মিথুন রাশি হলে শনিদেব সরাসরি চলনে এলে,জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। শনির প্রত্যক্ষ গতি ভবিষ্যতেও উপকারী হবে। দাম্পত্য জীবনে নানা সমস্যার সমাধান হবে এবং অনেক উন্নতি হবে।
কুম্ভ রাশি যদি হয় আপনার তাহলে, এই রাশিতে শনি সরাসরি থাকবে। এমন পরিস্থিতিতে কুম্ভ রাশির জাতক জাতিকারা সবচেয়ে শুভ ফল পাবেন। কিছুদিন ধরে কোনও কাজে বাধা এসে থাকলে আটকে থাকা কাজে গতি আসবে। আয়ের নতুন উৎস পাওয়া যাবে। অর্থের আগমনে মন স্বস্তি পাবে।
রাশি যদি হয় মীন, তাহলে দীপাবলির পরের সময়টি এই রাশির জাতকদের জন্য খুব শুভ হবে। ১৫ ই নভেম্বরের পরে,পেশা এবং ব্যবসায় লাভ পেতে শুরু করবেন। এই সময়ে, আপনার কর্মজীবনে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি আসবে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। জীবনে শান্তি আসবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন :