Shani Astrology : কেরিয়ারে বড় লাফ, বেতন বাড়ারও ইঙ্গিত, সরস্বতী পুজোয় ৩ রাশিকে বড় খবর দেবেন শনি
Shani Astrology : কেরিয়ারে উন্নতির আশায় তীর্থের কাকের মতো অবস্থা ? ৩ রাশিকে স্বস্তি দিতে পারে বসন্ত পঞ্চমীতে শনির নক্ষত্র পরিবর্তন।

২০২৫ সালের ২ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী। বাঙালির সরস্বতী পুজো। এই তিথি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষে গুরুত্বপূর্ণ। বিদ্যার দেবীর আরাধনা। শিক্ষা ও শিল্পকলার সঙ্গে জুড়ে থাকা মানুষদের কাছে এই তিথির গুরুত্ব অপরিসীম। জ্যোতিষশাস্ত্র অনুসারেও এই তিথিটি এ বছর গুরুত্বপূর্ণ নানা কারণে। তার মধ্যে একটি কারণ হল, ন্যায়ের দেবতা শনিদেবের নক্ষত্র পরিবর্তন।
শনির যে কোনও পরিবর্তনই বিভিন্ন জাতক-জাতিকার জীবনে বিশেষ প্রভাব ফেলে। ২ ফেব্রুয়ারি , রবিবার, সকাল ৮.৫১ মিনিটে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলেন বৃহস্পতি। তিনি বিদ্যা, শিজ্ঞা, জ্ঞানের কারক। বৃহস্পতি দেবগুরু। তাই তিনিই মানুষকে সুকুমার প্রবৃত্তি দান করেন। ভাল কাজে রুচি বাড়ান। তাই বৃহস্পতির নক্ষত্রে শনির স্থান পরিবর্তন কয়েকটি রাশির জন্য ইতিবাচক ফল নিয়ে আসবে।
বসন্ত পঞ্চমীতে শনির গমন মকর, কর্কট এবং মিথুন রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসতে পারে। আর্থিক লাভের পাশাপাশি অসম্পূর্ণ কাজও শেষ হবে। এই সব রাশির জাতক জাতিকাদের।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শনির গমন সুখের হবে। ব্যবসায় ভালো লাভ হবে। সন্তানদের দিক থেকে ভালো খবর পাবেন। অর্থ সংক্রান্ত অবসাদ ও দুশ্চিন্তা দূর হবে। আয়ের উৎস বাড়বে উল্লেখযোগ্যভাবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবে। ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সাড়েসাতির অশুভ প্রভাব কমে যাবে।
কর্কট রাশি
বসন্ত পঞ্চমী থেকে কর্কট রাশির জাতকদের প্রতিও শনিদেব সদয় হবেন। পূর্ব ভাদ্রপদে শনির গোচরের জন্য চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তা নিয়ে কথাবার্তা শুরু হতে পারে। জাতকের ভাল কাজ ঊর্ধ্বতনে নজরে আসতে পারে। এই সময়টি কোনও বিনিয়োগের জন্য সমানভাবে অনুকূল। তবে যে কারও কথা বয়ে গিয়ে নয়, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে,নিজের বিবেচনা কাজে লাগিয়ে করতে হবে আর্থিক বিনিয়োগ।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শনি গ্রহের অবস্থান শুভ হবে। অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় খরচ কমতে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্কও ভালো থাকবে। পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। কাজের জায়গায় নজর কাড়তে পারেন। সাংসারিক জীবনে স্বস্তি পাবেন। মনের ভার লাঘব হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
