Shani Sare Sati : ইন্দিরা গাঁধী থেকে নরেন্দ্র মোদি, শনির সাড়েসাতি দশায় কী ঘটেছিল তাঁদের সঙ্গে? জানলে চমকে যাবেন
জ্যোতিষশাস্ত্রে শনি সাড়েসাতির সময়কালকে কঠিন সময় বলে মনে করা হয়। কিছু মানুষ মনে করেন সাড়েসাতির সময় জীবন নষ্ট হয়ে যায়।

শনি ন্যায়াধীশ বলে পরিচিত। তিনি কোনও পক্ষপাত করেন না। কর্ম অনুযায়ী ফল দেন, এটাই বিশ্বাস। যারা ভালো কাজ করে, অন্যদের সাহায্য করে, সৎ মানুষকে প্রতারণা করে না, নারীর সম্মান করে, শনি দেব তাদের জীবনে ঢালের মতো দাঁড়িয়ে থাকেন এবং দুঃসময়েও তাদের উদ্ধার করেন। কিন্তু যখন শনির সাড়েসাতি চলে, তখনও কি তিনি এভাবেই কাজ করেন? প্রশ্ন অনেকের। উত্তর দিয়েছে কয়েকটি উদাহরণ।
জ্যোতিষশাস্ত্রে শনি সাড়েসাতির সময়কালকে কঠিন সময় বলে মনে করা হয়। কিছু মানুষ মনে করেন সাড়েসাতির সময় জীবন নষ্ট হয়ে যায়। তা কিন্তু পুরোটা ঠিক নয়। তবে হ্যাঁ, এই সময় জীবনে অনেক বড় বদল আসে। যেমন এই উদাহরণগুলোই দেখা যাক।
শনির সাড়েসাতি এঁদের কর্মজীবনে নতুন মোড় এনেছে (Shani sadesati real stories)
ইন্দিরা গাঁধী (Indira Gandhi): ইন্দিরা গাঁধীর উপর সাড়েসাতির প্রভাব ১৯৭৫ থেকে ১৯৮২ পর্যন্ত ছিল। এটি সেই সময় যখন দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল এবং এর প্রভাব নির্বাচনে পড়েছিল। ইন্দিরা গান্ধী নির্বাচনে পরাজিত হয়েছিলেন। কিন্তু তিনি আবার ফিরে এসেছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই বিষয়টির ইঙ্গিত দেয় যে শনির সাড়েসাতির সময় উত্থান-পতনের পরিপূর্ণ থাকে।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan): অভিনেতা অমিতাভ বচ্চনের রাশিতে ১৯৮২-১৯৯১ পর্যন্ত সাড়েসাতির পর্যায় ছিল। এই সময় তাঁর সঙ্গে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছিল তবে কিছু ইতিবাচক পরিবর্তনও এসেছিল। অমিতাভ বচ্চন সেই সময় রাজনীতিতে ব্যর্থ হয়েছিলেন, ABCL কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছিল। কিন্তু এর পর তাঁর কর্মজীবনে ভাল জিনিসও ঘটেছিল ।
নরেন্দ্র মোদি (PM Narendra Modi): নরেন্দ্র মোদি শনির সাড়েসাতি সবসময় অশুভ ফল দেয় না । তার সবচেয়ে ভাল উদাহরণ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন। তাঁর উপর ২০১১-২০১৮ পর্যন্ত সাড়েসাতির পর্যায় ছিল। সাড়েসাতির মাঝামাঝি সময়েও মোদি ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ক্ষমতা ও দায়িত্ব পেয়েছিলেন, যা শনির সঙ্গে যুক্ত। এতে বোঝা যায় যে, যখন ব্যক্তির কর্ম ভালো হয়, তখন শনি সাড়েসাতির সময়ও রাজযোগ পাওয়া যায়। তাই সাড়েসাতি থেকে ভয় পাওয়ার পরিবর্তে নিজের ভাল কাজ করে যান।
রতন টাটা (Ratan Tata): ২০০৩-২০১১-এর মধ্যে রতন টাটার কুন্ডলীতে সাড়েসাতি চলছিল। কিন্তু সাড়েসাতির সময়কালেই টাটা গ্রুপ জাগুয়ার ও ল্যান্ড রোভারের মতো কোম্পানি অধিগ্রহণ করেছিল এবং কোম্পানিটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল।
কপিল শর্মা (Kapil Sharma): খ্যাতনামা কমেডিয়ান কপিল শর্মার উপর ২০১৭-২০২৩ পর্যন্ত সাড়েসাতির প্রভাব ছিল। এই সময় তাঁর কর্মজীবনে অনেক উত্থান-পতন এসেছিল। তাঁর শো ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ হয়ে গিয়েছিল, তিনি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এবং মানসিক চাপের সম্মুখীন হয়েছিলেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সূত্র এবিপি নিউজ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
