Shani Sare Sati : ৩ রাশির উপর বাড়বে শনির নজরদারি, এবার সাড়ে সাতির কালো ছায়ায় কারা?
সৎ মানুষের প্রতি সাড়ে সাতিতেও কৃপাশীল শনি। শনির ধৈয়া চললে কঠোর পরিশ্রম সত্ত্বেও কম ফল পেতে পারেন জাতক । ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেবও এই বছর রাশি পরিবর্তন করবেন মার্চ মাসে । বর্তমানে শনিদেব ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছেন। এরপর আগামী ৩০ মার্চ রাতে বৃহস্পতির রাশিচক্র মীন রাশিতে প্রবেশ করবে শনি। ৩০ বছর পর মীনের ঘরে শনিদেব আসবেন।
২০২৭ সালের ৩ জুন পর্যন্ত সেখানেই থাকবেন শনিদেব। এই সময়ের মধ্যে, কিছু রাশির জীবনে আসবে সুসময়। নতুন করে একটি রাশির উপর শনির সাড়ে সাতির প্রভাব শুরু হবে। যে রাশির জাতক জাতিকারা শনির সাদেসতী দ্বারা প্রভাবিত হবে তাদের জীবনে মানসিক চাপ থাকবে। আর্থিক উত্থান-পতনও লেগে থাকবে। অসুবিধার সম্মুখীন হতে পারেন, তবে অসুবিধা কাটিয়েও উঠবেন। শনি যে যন্ত্রণাই দেন, এমন নয়। সৎ মানুষের প্রতি সাড়ে সাতিতেও কৃপাশীল শনি। শনির ধৈয়া চললে কঠোর পরিশ্রম সত্ত্বেও কম ফল পেতে পারেন জাতক । ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে।
বর্তমানে মকর, কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতি চলছে। ২০২৫ সালে শনি মীন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মকর রাশির জাতক-জাতিকাদের উপর সাড়েসাতি শেষ হয়ে যাবে। মেষ রাশির জাতকদের সাড়ে সাতি শুরু হবে। একই সময়ে, মীন রাশির জাতকদের জন্য সাড়ে সাতির দ্বিতীয় পর্ব শুরু হবে। কুম্ভ রাশির জাতকদের জন্য শুরু হবে সাড়ে সাতির শেষ পর্ব। ২০২৫ সালে, কুম্ভ , মীন এবং মেষ রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতির প্রভাব থাকবে।
বর্তমানে শনির ধাইয়ার প্রভাব রয়েছে কর্কট ও বৃশ্চিক রাশিতে দেখা যাচ্ছে, কারণ শনি কুম্ভ রাশিতে রয়েছে। কিন্তু শনি মীন রাশিতে প্রবেশ করলে এই রাশিতে শনির এই দশা শেষ হয়ে যাবে। ২০২৫ সালে, শনির ধইয়া সিংহ ও ধনু রাশিকে প্রভাবিত করতে শুরু করবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনির সাড়ে সাতি ও ধইয়ার অশুভ প্রভাব কমাতে কিছু বিশেষ নিয়ম মানতে পারলে ভাল। ২০২৫ সালে কমপক্ষে ১১ টি শনিবার শনি মন্দিরে পুজো দিন। শনি দানকাজ পছন্দ করেন। কোনও দুঃস্থ মানুষকে কালো ছাতা, জুতা, লোহা, তিল ইত্যাদি দান করতে পারেন। এছাড়াও প্রতিদিন হনুমান চালিসা এবং বজরং বাণ পাঠ করলেও ভাল থাকা যায়। এছাড়া এড়িয়ে চলতে হবে মিথ্যাচার। শনিবার পিপল গাছের পুজো করে ঘি দিয়ে প্রদীপ জ্বালান। অবলা পশুকে যত্ন করুন, খেতে দিন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
