Shani Astrology : আজ থেকে ৭৮ দিনেই ঘুরবে খেলা, টাকায় ভরিয়ে দেবেন শনি, ৩ রাশির গোল্ডেন টাইম !
এখনও ৭৮ দিন বাকি। এই সময়টা দারুণভাবে কাজে লাগাতে পারে কয়েকটি রাশি। এই সময়টা দারুণ উন্নতি হতে পারে।

জ্যোতিষশাস্ত্রে শনিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। শনি কর্মফল অনুযায়ী বিধান দেন। তাই তিনি ন্যায়ের দেবতা। যারা ভালো কাজ করেন, তাঁদের শনি সর্বদা শুভ ফল দেন। যারা খারাপ কাজ করে, তাদের উপর শনির নেতিবাচক প্রভাব চলতে থাকে। শনির রোষে ছারখার হতে পারে তাদের জীবন।
শনি বর্তমানে তার মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে অবস্থা করছে। আগামী ২৯ মার্চ শনি এই রাশি থেকে পরবর্তী রাশিতে যআবে। প্রায় আড়াই বছর পর এই গোচর। এরপর শনি মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশি আবার বৃহস্পতির কৃপাধন্য। মীন রাশিতে শুরু হবে সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়। তার আগে এখনও ৭৮ দিন বাকি। এই সময়টা দারুণভাবে কাজে লাগাতে পারে কয়েকটি রাশি। এই সময়টা দারুণ উন্নতি হতে পারে।
কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি । সামনের ৭৮ দিন সিংহ রাশির জাতকদের জন্য দারুণ সময়। এই সময়ে আপনি পরিবারের সমর্থন পাবেন সব ভাল কাজে। এই সময়টায় এই রাশির জীবনে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই সময়ে করা বিনিয়োগগুলি লাভজনক হতে পারে।
আরও পড়ুন : গঙ্গাসাগরে মকরস্নানে সমাগম কপিল মুনির আশ্রম ঘিরেই, কে এই কপিলমুনি?
রাশি মেষ হলেও , ভাল। আগামী ৭৮ দিন মেষ রাশির জন্য শুভ ফল আনবে। এই সময়ের মধ্যে, আপনার অনেক দিনের আটকে থাকা কাজগুলি সুসম্পন্ন হবে। সমাজে সম্মান বাড়বে। পরিবারে আনন্দের পরিবেশ বজায়থাকবে। যাঁরা চাকরি খুঁজছেন, কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। ভাল চাকরি পেতে পারেন অথবা বর্তমান চাকরি ক্ষেত্রই এই রাশির জাতকদের ভাল খবর দিতে পারে।
কুম্ভ রাশিতে শনির উপস্থিতি তুলা রাশির জাতকদের জন্য উপকারী হবে। ৭৮ দিনের এই সময়টি তুলা রাশির জাতকদের জন্য খুব অনুকূল। এই সময়ের মধ্যে শুধু আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ রাখুন। আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















