এক্সপ্লোর
Gangasagar Kapil Muni : গঙ্গাসাগরে মকরস্নানে সমাগম কপিল মুনির আশ্রম ঘিরেই, কে এই কপিলমুনি?
সাগর স্নানের সঙ্গে জড়িয়ে এই কপিল মুনির আশ্রম। কে এই কপিল মুনি ?
গঙ্গাসাগরে ভক্ত সমাগম
1/9

সেজে উঠেছে গঙ্গাসাগর। পুণ্যস্নান করতে এখন থেকেই জড়ো হয়েছেন শত শত মানুষ। পৌষশেষে মকর সংক্রান্তিতে এখানে পবিত্র স্নান করা মোক্ষের পথ প্রস্তুত করে বলে ভক্তদের মধ্যে বিশ্বাস।
2/9

বিশ্বাস করা হয় , গঙ্গাসাগর তীর্থযাত্রা শত শত তীর্থের সমান। মকর সংক্রান্তির সঙ্গে জুড়ে থাকা পৌরাণিক কাহিনি পড়লে জানা যায়, এই মকর সংক্রান্তি তিথিতে শিবের জটা থেকে বের হয়ে পৃথিবীতে গঙ্গা নেমে এসেছিল। কপিল মুনির আশ্রমে পৌঁছেছিল।
Published at : 10 Jan 2025 10:05 AM (IST)
আরও দেখুন






















