Singha Rashi (7-13 July, 2024) : প্রেম হবে গাঢ়, আর্থিক উন্নতির লক্ষণ; অফিসেও প্রশংসা ; এ সপ্তাহে ভাগ্য চমকাবে সিংহের
Leo Horoscope : রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। যার অধিপতি সূর্য। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত সময়টা সিংহ রাশির জাতকদের খুবই ভাল হতে চলেছে।
![Singha Rashi (7-13 July, 2024) : প্রেম হবে গাঢ়, আর্থিক উন্নতির লক্ষণ; অফিসেও প্রশংসা ; এ সপ্তাহে ভাগ্য চমকাবে সিংহের singha saptahik rashifal from 7 july to 13 july 2024 know leo horoscope weekly prediction Singha Rashi (7-13 July, 2024) : প্রেম হবে গাঢ়, আর্থিক উন্নতির লক্ষণ; অফিসেও প্রশংসা ; এ সপ্তাহে ভাগ্য চমকাবে সিংহের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/07/17e8f3ff4ee1847f99c75b08d55da8ed1720364514601170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত সময়কালটা একাধিক রাশির জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাপ্তাহিক রাশিফলে জেনে নিন নতুন এই সপ্তাহটি সিংহ রাশির (Singha Rashi) জাতকদের কেমন কাটবে ?
রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ (Leo Horoscope)। যার অধিপতি সূর্য। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত সময়টা সিংহ রাশির জাতকদের খুবই ভাল হতে চলেছে। এই সপ্তাহে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। গত সপ্তাহের অমীমাংসিত কাজ এখন শেষ হবে। ব্যবসা, প্রেম ও দাম্পত্য জীবনের জন্যও সময়টা ভাল। আসুন জেনে নিই সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল। Leo Weekly Horoscope
৭ থেকে ১৩ জুলাই কেমন কাটবে সিংহ রাশির জাতকদের ?
সপ্তাহের শুরুটা খুব শুভ হতে চলেছে। যাঁরা বড় প্রকল্পে যোগ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, তাঁদের ইচ্ছা পূরণ হবে। কোনও প্রভাবশালী ব্যক্তির সহায়তায় দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে, যা আপনাকে দারুণ স্বস্তি দেবে। অফিসে আপনার কাজের প্রশংসা হবে। বস আপনাকে কিছু বড় দায়িত্ব দিতে পারেন।
ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা সত্যি হবে। আপনি যদি কিছু সময়ের জন্য স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন তবে এবার তা থেকে সেরে ওঠার দিকে এগোচ্ছেন। ধীরে হলেও আর্থিক ক্ষেত্রে উন্নতি দেখা যাবে। বৈষয়িক আরাম ও সম্পদ বৃদ্ধি পাবে। আপনি যদি দীর্ঘদিন ধরে গাড়ি কেনার কথা ভাবছিলেন, তবে আপনার ইচ্ছা পূরণ হতে পারে।
সপ্তাহান্তে ধর্মীয় ভ্রমণের (তীর্থযাত্রা) পরিকল্পনা করতে পারেন। প্রেমের সম্পর্ক মজবুত হবে। আপনার প্রেমিক সঙ্গীর সাথে আরও ভাল সামঞ্জস্য তৈরি হবে। আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন।
আরও পড়ুন ; বর্ষাকালে এই জিনিসগুলি দান করলে প্রসন্ন হন শনিদেব, আশীর্বাদ করেন দু'হাত ভরে
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)