Surya Gochar 2025 : কালই বৃষর ঘরে সূর্যের গমন ! ঝকঝক করবে ৩ রাশির কপাল, খুলে যাচ্ছে সাফল্যের নতুন পথ
১৫ মে সূর্য বৃষ রাশিতে গোচর করছে । সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। জ্যোতিষ শাস্ত্রে সূর্যকে আত্মকারক গ্রহ বলা হয়।

সূর্য গোচর ২০২৫: জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহের রাশি পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পড়ে। ১৪ মে বৃহস্পতির গোচর মিথুন রাশিতে হচ্ছে। এর পরের দিন ১৫ মে কোন গ্রহ রাশি পরিবর্তন করছে এবং এর ফলে রাশিগুলিতে কী প্রভাব পড়বে, আসুন জেনে নিই।
১৫ মে ২০২৫ কোন গ্রহ রাশি পরিবর্তন করবে?
১৫ মে সূর্য বৃষ রাশিতে গোচর করছে । সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। জ্যোতিষ শাস্ত্রে সূর্যকে আত্মকারক গ্রহ বলা হয়। এর প্রভাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। বিশ্বাস করা হয় , যখন কারও কুণ্ডলীতে সূর্য শুভ হয় তখন সেই ব্যক্তি কর্মক্ষেত্রে উচ্চ স্থান লাভ করে। রোগভোগ ও দোষ কেটে যায়। সেই ব্যক্তি রাজযোগ লাভ করে।
সূর্যের বৃষ রাশিতে গোচরের প্রভাব
- সূর্য বৃষ রাশিতে ১৫ মে থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত থাকবে। ফলে সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকবে।
- আন্তর্জাতিক পর্যায়ে ভারতের নেতাদের প্রশংসা হবে।
- মুম্বইতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে।
- প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে অগ্নিকাণ্ড, ভূমিকম্প, গ্যাস দুর্ঘটনা, বিমান দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
- রিয়েল এস্টেট ব্যবসায় গতি আসবে।
সূর্য গোচর থেকে সাবধান থাকুন এই রাশিগুলি
মেষ, কুম্ভ, মিথুন এবং তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের বৃষ রাশিতে যাওয়া শুভ হবে না। আপনাদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। ব্যবসায় নতুন চুক্তি করার আগে দুবার ভাবুন। টাকা নষ্ট হতে পারে। আপনার কথা এবং আচরণে সংযম রাখুন যাতে কোনও ভুল কাজ না হয়।
এই রাশিগুলি লাভবান হবে
সিংহ, কন্যা এবং বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের গোচর শুভ হবে। আর্থিক উন্নতি হবে। আপনি বিনিয়োগ করার পরিকল্পনা করতে পারেন। চাকরির ক্ষেত্রে উচ্চ কর্মকর্তাদের সাহায্যে সাফল্য পাওয়া যাবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















