চাকরি, ব্যবসা, কেরিয়ার ; আসছে বছর কেমন কাটবে দিন ? বৃষ রাশির ২০২৫-এর রাশিফল দেখে নিন
New Year Horoscope 2025 : ২০২৪ চলে যেতে আর কয়েকটা দিন। ২০২৫ সাল আসতেও তাই।কেমন কাটবে নতুন বছর ? রাশিফল কী পূর্বাভাস দিচ্ছে ? দেখে নেওয়া যাক বৃষ রাশির বছরটা কেমন কাটতে পারে ?

সব পুরাতনের খারাপ সব ঝেড়ে ফেলে ভালর আলোয় ভরে উঠুক নতুন বছর। আশা এটাই। এবার দেখে নেওয়া যাক চাকরি থেকে ব্যবসা বা কেরিয়ার, বৃষ রাশির (Brisha Rashi Rashiphal 2025) নতুন বছর কেমন কাটতে চলেছে।
কেরিয়ার
কেরিয়ারের ব্যাপারে নতুন বছর ইতিবাচক থাকবে। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বরের মাঝে আপনার চাকরিতে উন্নতি বা নতুন সুযোগ আসতে পারে। নিজের ব্যবসা যদি থাকে, সঠিক দিশায় পরিশ্রম করলে লাভের মুখ দেখবেন। তবে বছরের শুরু ও শেষে কাজে স্বল্প বাধার মুখোমুখি হতে পারেন। তবে সেই পরিস্থিতি থেকেও বেরিয়ে আসতে পারবেন আপনি। ধৈর্য আর চেষ্টা চাই ব্যাস।
আর্থিক স্থিতি
বৃষ রাশির জাতক-জাতিকাদের কেমন থাকবে ২০২৫ সালের আর্থিক স্থিতি ? রাশিফল বলছে, আর্থিক স্থিতির উন্নতি হবে, তবে আপনাকে খরচের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। অপ্রত্যাশিত কিছু খরচ নতুন বছরে হয়ে যেতে পারে, ফলে আপনার সঞ্চয়ে ভাটা আসতে পারে। কোনওপ্রকার বিনিয়োগের আগে ভেবেচিন্তে বিনিয়োগ করবেন। বাঁচার চেষ্টা করবেন ক্ষতি থেকে। এমনিতে বুঝেশুনে পা ফেলতে হবে। দ্বন্দ্বও লেগে থাকার সম্ভাবনা। ২০২৫ সালের শুরুর দিকে আপনাকে সাফল্য পেতে কঠোর পরিশ্রম করতে হবে।
ধনাগমের পথ
ধনাগমের যোগ রয়েছে নতুন বছরে। শনির গোচর আপনার আয়ের পথ দেখাবে ও ভাবকে বাড়িয়ে তুলবে। কাজের স্বীকৃতি মেলার সম্ভাবনা থাকবে। মে মাসে রাহুর দশম ভাবে গোচরের কারণে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। কেরিয়ারে কোনও আকস্মিক বদল আসতে পারে। রাহু আপনার কেরিয়ার ভাল বা খারাপ, দুই পরিণাম নিয়ে হাজির হতে পারে।
নতুন বছরে প্রভাব পড়তে পারে আপনার বাজেটেও। কেতুর চতুর্থ ভাবে গোচরের কারণে নেতিবাচক পরিণাম দেখতে হতে পারে। পড়ুয়াদের জন্য এই গোচর ইতিবাচক হবে না। কেরিয়ারে ক্ষতি হতে পারে। মানসিক চিন্তায় পড়তে পারেন। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকবেন।
অন্যান্য
মনে অস্থিরতা তৈরি হতে পারে। বাড়তে পারে রাগ। চাকরিতে সমস্ত কাজ সামলে নিয়ে এগোতে হবে। একটা মাত্র ভুলেরও মাশুল দিতে হতে পারে আপনাকে। নতুন বছরে নিজের বিরোধীদের মুখোমুখি হতে পারেন। অংশীদারিত্বেও হতে পারে ক্ষতি। সব পরিস্থিতি আপনার অনুকূলে নাও যেতে পারে। সব কাজে চেষ্টা করতে হবে অত্যধিক তবেই আসবে সাফল্য। কোনও রকম অবহেলার কারণে যেতে পারে চাকরিও। তাই কাজের প্রতি মনোযোগ আর আগ্রহে ভাটা না পড়ে, খেয়াল রাখতে হবে।
নজর রাখুন বিশেষ
আর্থিক সমস্যার সম্মুখীনও হতে পারেন নতুন বছরে। আয়ের উৎস কম মনে হবে। কাজ ধৈর্য ধরে করতে হবে। খারাপ সময় কোনওভাবে কেটে যাওয়ার অপেক্ষা করতে হবে। কাজকে বোঝা বলে মনে হতে পারে।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















