Guru Purnima 2024: গুরু পূর্ণিমায় এই রাশিগুলোর ওপর থাকবে বৃহস্পতির বিশেষ কৃপা
Guru Purnima: এবছর গুরু পূর্ণিমায় ধনু ও মীন রাশির উপর বিশেষ কৃপা থাকবে দেবগুরু বৃহস্পতির। এই দিন ধনু ও মীন রাশির জাতকরা যে কাজ শুরু করবেন তা সফল হওয়ার সম্ভাবনা থাকবে।
আগামী ২১ জুলাই গুরু পূর্ণিমা (Guru Purnima 2024) পালন করা হবে ভারত তথা বিশ্বের বিভিন্ন জায়গায়। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে হিন্দু মহাকাব্য মহাভারতের রচয়িতা বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন বলে এই দিনটিকে ব্যাস পূর্ণিমা বলা হয়ে থাকে।
প্রাচীনকাল থেকেই গুরু পূর্ণিমার দিন গুরুদের পুজো করা হয়। শিষ্য নিজের গুরুদেবের আরাধনা করে থাকেন। গুরু অর্থাৎ মহাপুরুষ যিনি আধ্যাত্মিক জ্ঞান ও শিক্ষার মাধ্যমে শিষ্যকে জীবনে চলার পথা দেখান।
এই বছর গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে শনিবার ২০ জুলাই বিকেল ৫.৫৯ মিনিটে। আর শেষ হচ্ছে রবিবার ২১ জুলাই দুপুর ৩.৪৬ মিনিট। এই কারণে পূর্ণিমার ব্রত পালন করা হবে ২১ জুলাই রবিবার দিন। গুরু পূর্ণিমা দেব গুরু বৃহস্পতিকে উৎসর্গ করা হয়। এবছর গুরু পূর্ণিমায় এই রাশিগুলির উপর সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতিবার বিশেষ কৃপা থাকবে। জেনে নিন কোন কোন রাশির জাতকরা ভাগ্যবান যাঁদের ওপর গুরু পূর্ণিমায় কৃপা করবেন দেবগুরু।
ধনু রাশির জাতকদের ওপর ২০২৪ সালের গুরু পূর্ণিমার দিন দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকবে। ধনু রাশির অধিপতি হলেন বৃহস্পতি,যিনি জ্ঞান ও শিক্ষা দান করেন। ২১ জুলাই ধনু রাশির জাতকদের ওপর গুরু দেব বৃহস্পতিবার আশীর্বাদ থাকবে। যদি আপনি এই দিন শিক্ষা সম্পর্কিত কোনও কাজ শুরু করতে চান তাহলে এই দিনটি আপনার পক্ষে অত্যন্ত শুভ।
মীন রাশি জাতকদেরও ওপর গুরু পূর্ণিমার দিন দেব গুরু বৃহস্পতির আশীর্বাদ বর্ষিত হব। ধনুর মতো মীন রাশিরও অধিপতি হলেন দেব গুরু বৃহস্পতি। যদি আপনার সন্তানের রাশি মীন হয় তাহলে এই দিন তার শিক্ষাগ্রহণ শুরু করুন এবং গুরু ও পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ নেওয়ান। গুরু পূর্ণিমার দিন কোনও কাজ শুরু করলে তা সফল হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। মীন রাশির জাতকদের জন্য গুরু পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ হবে বলেও উল্লেখ করেছেন জ্যোতিষীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ডিসক্লেমার :কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন: