Maa Laxmi: বৃহস্পতিবারেও এই বদভ্যাসে পরিবারে প্রভাব, দেবী লক্ষ্মীর রুষ্ট দৃষ্টিতে বাড়ছে অশান্তি
Maa Laxmi Blessings: এমন কিছু অভ্যাস আছে যা দেবী লক্ষ্মীর অত্যন্ত অপছন্দ। আপনিও যদি এই কাজগুলো করেন তাহলে আজই ছেড়ে দিন।
কলকাতা: দেবী লক্ষ্মী সম্পদের দেবী। বিশ্বাস করা হয় তাঁর দৃষ্টিতেই সুখ সমৃদ্ধি বাস করে ঘরে। তবে দেবী রুষ্ট হলে আর্থিক সঙ্কট যেমন বাড়ে তেমনই উন্নতিও বাধা পায়। এমন কিছু অভ্যাস আছে যা দেবী লক্ষ্মীর অত্যন্ত অপছন্দ। আপনিও যদি এই কাজগুলো করেন তাহলে আজই ছেড়ে দিন। তা না হলে বিপদ বাড়তে পারে।
মনে করা হয়, যাঁরা প্লেটে খাবার ফেলে রাখেন, খাবারের অপমান বা খাবার নষ্ট করেন, তাঁদের প্রতি দেবী লক্ষ্মী ক্রুদ্ধ থাকেন। মা লক্ষ্মী কখনও এমন বাড়িতে থাকেন না এবং ঘরে দারিদ্র্য বিরাজ করে।
মা লক্ষ্মী কখনও তাঁদের বাড়িতে বা ঘরে থাকেন না, যাঁরা ঘরোদের নোংরা রাখেন। কারণ মা লক্ষ্মী পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন। তাই নিয়মিত ঘর পরিষ্কার করুন এবং ঘরের জিনিসপত্র সুসংগঠিতভাবে রাখুন।
যাঁদের অপব্যয় করার অভ্যাস আছে, তাঁরাও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান না। বিশেষ করে যাঁরা জুয়া ও বাজিতে লিপ্ত হয়ে অর্থের অপব্যবহার করেন, তাঁদের দরিদ্র হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না।
তবে জ্যোতিষশাস্ত্রে, ১২ টি রাশির মধ্যে, এমন ৫টি রাশি রয়েছে যারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পায়। এই ৫টি রাশির লোকেরা তাদের গুণ, আচরণ এবং শিল্পকলা দিয়ে দেবী লক্ষ্মীকে আকর্ষণ করতে সফল হয়। যদিও সমস্ত রাশির জাতক দেবী লক্ষ্মীর আশীর্বাদপুষ্ট, তবে এই ৫টি রাশির লোকেরা তাদের গুণের কারণে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদের অংশীদার হন এবং এর কারণে তাদের জীবনে আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় না।
আরও পড়ুন, Shani Dev: মাসের শেষে চঞ্চল শনিদেব, বড়ঠাকুরের রুষ্ট দৃষ্টিতে জীবন তোলপাড় এই রাশির জীবন
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে