Kalker Rashiphal (22 July, 2025) : আর্থিক ক্ষেত্রে পুরনো সিদ্ধান্ত ঠিক ছিল, লাভের মুখ দেখতেই নিশ্চিত হবেন এই রাশি; অর্থ-সাহায্য পাচ্ছেন কারা ?
Astrology: মঙ্গলবার। ২২ জুলাই, ২০২৫। কেমন কাটবে তুলা থেকে মীন রাশির জাতকদের ?

মঙ্গলবার। ২২ জুলাই, ২০২৫। কেমন কাটবে তুলা থেকে মীন রাশির জাতকদের ?
তুলা রাশি (Tula Rashi)- মঙ্গলবার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে তুলা রাশির জাতকদের। কাজে সতর্ক থাকুন। ব্যবসায় কারো উপর অতিরিক্ত নির্ভরতা ক্ষতিকারক হতে পারে। আর্থিক ক্ষেত্রে বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করুন। পড়াশোনায় ওঠা-নামা হতে পারে। পারিবারিক উদ্বেগ থাকবে। মতভেদ হতে পারে।
বৃশ্চিক রাশি (Brishchik Rashi)- মঙ্গলবার বৃশ্চিক রাশির জাতকদের স্বাস্থ্য-সমস্যা বাড়তে পারে। তাতে কাজ প্রভাবিত হবে। ব্যবসায় সাবধানে লেনদেন করুন। আইনি নথিপত্র পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের কারণে প্রাভাবিত হতে পারে পড়াশোনা। পারিবারিক বিবাদ হতে পারে। স্থান পরিবর্তনের যোগতৈরি হতে পারে।
ধনু রাশি (Dhanu Rashi)- নতুন কাজ শুরু করার জন্য মঙ্গলবার ধনু রাশির জাতকরা আর্থিক সাহায্য পাবেন। ব্যবসায় লাভের ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক সাহায্য পরিস্থিতির উন্নতি করবে। শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রমের ফল পাবে। নিজেদের মধ্যে মতভেদ দূর হতে পারে। নতুন সদস্যের আগমন সম্ভব।
মকর রাশি (Makar Rashi)- ভালো খবর পেতে পারেন মকর রাশির জাতকরা। কাজে উন্নতি হবে। সম্পত্তি চুক্তিতে লাভ হতে পারে। বিনিয়োগে লাভের সম্ভাবনা আছে। একাগ্রতা বজায় থাকবে। পরিণাম ভালো হবে। শুভ কাজের যোগ রয়েছে। পরিবারে আনন্দ থাকবে।
কুম্ভ রাশি (Kumbha Rashi)- গাড়ি চালানোর সময় সাবধান থাকুন। কর্মক্ষেত্রে বিবাদ এড়িয়ে চলতে হবে কুম্ভ রাশির জাতকদের। ব্যবসায় বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করুন। ক্ষতির লক্ষণ রয়েছে। অপরিচিত কাউকে টাকা ধার দেওয়া ক্ষতিকর হতে পারে। পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হতে পারে।
পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারে বিরোধ হতে পারে।
মীন রাশি (Meen Rashi)- মঙ্গলবার মীন রাশির জাতকরা ধীরে ধীরে কাজে সাফল্য পাবেন, যাত্রা সফল হবে। ব্যবসায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, বিশেষজ্ঞের পরামর্শ নিন। অর্থ সম্পর্কিত কাজে সাফল্য পেতে পারেন। ছাত্রদের জন্য দিনটি ভালো। প্রেমে সঙ্গীর সঙ্গে ভালো সামঞ্জস্য থাকবে। মতভেদ দূর হবে।
তথ্যসূত্র : এবিপি নিউজ
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















