Astro Tips : মঙ্গলবার এই কাজগুলি করলে প্রসন্ন হবেন ভগবান হনুমান, সফল হবেন সমস্ত কাজে
Remedies for Tuesday : বজরঙ্গবলীকে খুশি করার জন্য এই দিনটিকে সবচেয়ে ভাল দিন বলে মনে করা হয়
কলকাতা : মঙ্গলবার মঙ্গল গ্রহ এবং ভগবান হনুমানকে (Hanuman) উৎসর্গ করা হয়। এই দিনে বজরঙ্গবলীর পুজো (Puja) করলে ভক্তরা সমস্ত সমস্যা থেকে মুক্তি পান। যাঁদের মঙ্গল দুর্বল, তাঁরা বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করে এই দিনটিকে শক্তিশালী করতে পারেন। বজরঙ্গবলীকে খুশি করার জন্য এই দিনটিকে সবচেয়ে ভাল দিন বলে মনে করা হয়। এই দিনে গৃহীত ব্যবস্থায় হনুমানজি প্রসন্ন হন এবং তাঁর কৃপায় ভক্তদের সমস্ত কাজ সম্পন্ন হতে থাকে।
আসুন জেনে নেওয়া যাক এই ব্যবস্থাগুলো সম্পর্কে-
- মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ধ্যান করুন। এর পরে, পিপল গাছের নীচে সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং পূর্ব দিকে মুখ করে তুলসীর মালা দিয়ে কমপক্ষে ১১ বার শ্রীরামের নাম জপ করুন। প্রতি মঙ্গলবার এটি করলে বজরংবলী প্রসন্ন হন।
- মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে বজরংবলিকে সিঁদুর ও জুঁই তেল নিবেদন করতে হবে। এতে করে হনুমানজি প্রসন্ন হন এবং জীবন থেকে সমস্ত ঝামেলা দূর হওয়ার আশীর্বাদ করেন।
- মঙ্গলবার হনুমান যন্ত্র প্রতিষ্ঠা করলেও অনেক উপকার পাওয়া যায়। এই দিনে এটি আপনার উপাসনালয়ে স্থাপন করুন এবং প্রতিদিন এটির পুজো করুন। এতে আপনার সব ইচ্ছা পূরণ হবে।
- মঙ্গলবার সন্ধ্যায় হনুমান মন্দিরে যান, খাঁটি ঘি-র প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা ও বজরংমন্ত্র পাঠ করুন। এর মাধ্যমে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে শীঘ্রই।
- মঙ্গলবার সন্ধ্যায় হনুমানজিকে সুগন্ধি বা গোলাপের মালা অর্পণ করলে তিনি ভক্তদের আশীর্বাদ করেন। এছাড়াও মঙ্গলবার শনি দোষ থেকে মুক্তি পাওয়ার জন্যও সেরা দিন।
প্রসঙ্গত, বুধবার গণেশকে উৎসর্গ করা হয়। এই দিনে, ভক্তরা ভগবান গণেশের আশীর্বাদ পেতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। এটি বিশ্বাস করা হয় যে, বুধবার গৃহীত ব্যবস্থায় গণেশ শীঘ্রই প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত বাধা দূর করেন।
আরও পড়ুন ; রাহুতে শনির প্রভাব, উপকৃত হবে এই ৪ রাশি
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)