Vastu Tips : আপনি কি এঁটো হাত থালাতেই ধুয়ে নেন? ডেকে আনছেন দুর্ভাগ্য
বাস্তুর নিয়মে বিশ্বাস থাকলে এই অভ্যেস এড়ান । অর্থের অভাব হবে না কখনও। কেউ অভ্যাসের বশে এই কাজ করে থাকেন।
Vastu Tips : আপনি কি এঁটো হাত থালাতেই ধুয়ে নেন?এই অভ্যেস কিন্তু বহু মানুষেরই। আপনিও কি খাওয়া দাওয়া করে থালাতেই জল ঢেলে হাত ধুয়ে ফেলেন, তাহলে সাবধান। এই অভ্যাস থাকলে, তা আপনাকে আর্থিক দুর্দশার দিকে ঠেলে দিতে পারে।এমনটা মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা। দরিদ্র হয়ে যেতে পারেন আপনি। বাস্তুর নিয়মে বিশ্বাস থাকলে এই অভ্যেস এড়ান । অর্থের অভাব হবে না কখনও। কেউ অভ্যাসের বশে এই কাজ করে থাকেন।
যাঁরা এঁটো খাবার যেখানে - সেখানে ফেলে রাখেন, তাঁদের অর্থভাগ্য খারাপ হতে পারে। অর্থের অভাব তো হবেই, থালায় হাত ধুয়ে ফেলাত অভ্যেস থাকলে , ঘরে ঢুকে পড়তে পারে রোগবালাইও। প্লেটে হাত ধোয়াকে অশুভ বলে মনে করেন বাস্তুবিদরা।
সনাতন ধর্ম মতে, খাওয়ার পর থালায় হাত ধোয়া খুবই অশুভ বলে মনে করা হয়। প্লেট ঠিক জায়গায় রাখলে ভাগ্যও সুস্থির হবে। খাওয়ার পর নিজের থালা নিজে তুলে রাখুন। অর্থের অভাব তাড়া করে বেড়াবে না কখনও ।
আরও পড়ুন :
লক্ষ্মীবারে ঘরে সমৃদ্ধি বাড়াতে, মেনে চলুন বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি
অন্ন মা অন্নপূর্ণার দান। তাই যে থালায় খাবেন, সেখানেই হাত ধুলে অসন্তুষ্ট হন দেবী। তাই থালায় হাত ধোয়া এড়িয়ে চলুন। প্লেটটি কলের জলের নিচে রাখুন। সঙ্গে সঙ্গে না ধুতে পারলেও কলের জলে সামান্য ধুয়ে রাখুন। তারপরে আপনার হাত ধুয়ে ফেলুন। এতে করে অন্নপূর্ণা দেবী সন্তুষ্টই হন। বাস্তু অনুসারে ঘর সাজালে ভাগ্য আপনার সহায় হবে। বাস্তুশাস্ত্রের নিয়মগুলি মেনে চললে , আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন।
বাড়িতে অগ্নিদেবতাকে অর্চনা করুন নিয়মিত। বাড়িকে মন্দিরের মতোই ভাবুন। জুতো খুলে হাত ধুয়ে ফেলুন। মাটিতে চুল পড়ে থাকাও সংসারের পক্ষে অশুভ। বিশেষত , যদি বাসনপত্রে চুল পড়ে, তাহলে তা আরও অশুভ। থালায় হাত ধোয়া, জুতো হাতে থালা ধরা, ইত্যাদি অভ্যেস সংসারের পক্ষে অশুভ হিসেবেই ধরা হয়।
তাছাড়া এঁটো থালা বিছানা বা সোফায় ফেলে রাখবেন না। এতে মহা লক্ষ্মী বেশি ক্ষুব্ধ হন। এঁটো হাতে টাকা ছোঁবেন না। হাত অবশ্যই ধুয়ে ফেলুন। প্লেট পরিষ্কার করে নির্দিষ্ট তাকে রাখুন। এতে লক্ষ্মী খুশি থাকেন। সেই সঙ্গে রোগও দূরে থাকে।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।