Viral News: নারী হিসেবে নিয়োগ, পরিচয় চান পুরুষের! IRS অফিসারের নাম-লিঙ্গ বদলের আবেদনে সাড়া মন্ত্রকের
Gender Change: নাম বদলের পাশাপাশি লিঙ্গ পরিচয়ে বদল করার আবেদনও করেছিলেন ওই আধিকারিক। তাঁর সেই আবেদনে সাড়া দিয়েছে অর্থ মন্ত্রক।
কলকাতা: নারী হিসেবেই যোগ দিয়েছিলেন চাকরিতে। তাঁকেই তাঁর ইচ্ছে মেনে পুরুষ পরিচয়ে সিলমোহর দেওয়া হল। ভারত সরকারের উচ্চপদস্থ এক আধিকারিকের ইচ্ছের মর্যাদা দিল মন্ত্রক। যা দেশের ইতিহাস ঐতিহাসিক বলেই মনে করছেন অনেকে।
একটি ঐতিহাসিক সিদ্ধান্তে, অর্থ মন্ত্রক (Ministry of Finance) একজন ভারতীয় রাজস্ব পরিষেবা (IRS)-এর একজন সিনিয়র অফিসারের সমস্ত অফিসিয়াল রেকর্ডে তাঁর নাম এবং লিঙ্গ পরিবর্তন করার অনুরোধের অনুমতি দিয়েছে। ভারতীয় সিভিল সার্ভিসে এই প্রথম এমন ঘটনা ঘটল বলে বিভিন্ন জায়গায় দাবি করা হয়েছে।
হায়দরাবাদে কাস্টমস এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনালের (সিইএসটিএটি) চিফ কমিশনারের (অনুমোদিত প্রতিনিধি) অফিসে যুগ্ম কমিশনার হিসাবে দায়িত্ব সামলানো বছর পয়ত্রিশের আধিকারিক এম অনুসূয়া এই অনুরোধ করেছিলেন। তিনি তাঁর নাম পরিবর্তন করে এম অনুকাথির সূর্য (m anukathir Surya) রাখতে চেয়েছিলেন। পাশাপাশি, তাঁকে নারীর বদলে পুরুষ হিসেবে চিহ্নিত করার জন্য আবেদন করেছিলেন।
এনডিটিভির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই আবেদন গ্রাহ্য করা হয়েছে। পাশাপাশি, একটি সরকারি আদেশনামার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেখানে জানানো হয়েছে যে এম অনুসূয়ার অনুরোধ বিবেচনা করা হয়েছে। এখন থেকে তাঁর সমস্ত অফিসিয়াল রেকর্ডে এই আধিকারিককে মিস্টার এম অনুকাথির সূর্য- হিসেবে স্বীকৃতি এবং পরিচয় দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই আধিকারিকের লিঙ্কডিন প্রোফাইল অনুযায়ী, মিস্টার সূর্য চেন্নাইতে ২০১৩ সালের ডিসেম্বরে একজন সহকারী কমিশনার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। ২০১৮ সালে ডেপুটি কমিশনার পদে উন্নীত হন। তিনি গত বছর হায়দ্রাবাদে তার বর্তমান পদে যোগদান করেছিলেন।
এম অনুকাথির সূর্য চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশনে স্নাতক ডিগ্রি পাশ করেছিলেন। ২০২৩ সালে ভোপালের ন্যাশনাল ল ইনস্টিটিউট ইউনিভার্সিটি থেকে সাইবার আইন এবং সাইবার ফরেনসিক্সে পিজি ডিপ্লোমা পাশ করেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।