Vinayak Chaturthi: আজ বিনায়ক চতুর্থী, গ্রহদোষ কাটাতে কোন সময়ে গণপতিকে পুজো দেবেন?
Ganesh Chaturthi 2024: কৃষ্ণপক্ষের চতুর্থীকে বলা হয় সংকষ্টী চতুর্থী এবং শুক্লপক্ষের চতুর্থীকে বলা হয় বিনায়ক চতুর্থী।
আষাঢ় বিনায়ক চতুর্থী ২০২৪: চতুর্থীর তারিখ ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। ভগবান গণেশের আরাধনা ও উপবাস করলে সকল দুঃখ-কষ্ট দূর হয়। এছাড়াও, ভগবান গণেশের কৃপায় একজন ব্যক্তি সম্পদ, সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য এবং সৌভাগ্য লাভ করেন। কৃষ্ণপক্ষের চতুর্থীকে বলা হয় সংকষ্টী চতুর্থী এবং শুক্লপক্ষের চতুর্থীকে বলা হয় বিনায়ক চতুর্থী। চতুর্থীর দিনেও চন্দ্র দেবতার পূজা করা হয় কিন্তু বিনায়ক চতুর্থীর দিনে চন্দ্র দেবতার পুজো নিষিদ্ধ।
ক্যালেন্ডার অনুসারে, আষাঢ় মাসের বিনায়ক চতুর্থী ৯ জুলাই, ২০২৪ মঙ্গলবার সকাল ০৬:০৮ মিনিটে শুরু হবে এবং ১০ জুলাই, ২০২৪ বুধবার সকাল ৭:৫১ মিনিটে শেষ হবে। বিনায়ক চতুর্থীর পূজার শুভ সময় হবে সকাল ১১:০৩ থেকে দুপুর ১:৫০ পর্যন্ত। বিনায়ক চতুর্থীর উপবাস পালন করা শিশুদের উন্নতি, সমৃদ্ধি এবং দীর্ঘায়ু নিয়ে আসে।
আষাঢ় বিনায়ক চতুর্থীতে শুভ যোগ
আষাঢ় বিনায়ক চতুর্থীতে ৩টি শুভ যোগের একটি চমৎকার সমন্বয় তৈরি হচ্ছে। এই শুভ যোগগুলি হল – সিদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগ।
সিদ্ধি যোগ - ৯ জুলাই ০২:০৬ মিনিট থেকে ১০ জুলাই তারিখে ০২:২৭
সর্বার্থ সিদ্ধি যোগ - ৯ জুলাই, ০৫:৩০ মিনিট থেকে ০৭:৫২ পর্যন্ত থাকবে
রবি যোগ - ৯ জুলাই সকাল ০৭:৫২ মিনিট থেকে ১০ জুলাই সকাল ০৫:৩১ পর্যন্ত থাকবে
বিনায়ক চতুর্থী পুজো পদ্ধতি
বিনায়ক চতুর্থীর পুজোর জন্য একটি লাল কাপড় বিছিয়ে সোনা, রূপা, পিতল, তামা বা মাটির গণেশের মূর্তি স্থাপন করুন। তারপর গণপতি বাপ্পাকে হলুদ, সিঁদুর, দূর্বা, ফুল, ফল এবং মিষ্টি নিবেদন করুন। পুজো করার সময় ওম গং গণপতায় নমঃ মন্ত্র জপতে থাকুন। বাপ্পাকে লাড্ডু নিবেদন করুন এবং আরতি করুন। সবাইকে প্রসাদ বিতরণ করুন। রাতে নিজে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন।
আরও পড়ুন, মঙ্গলেই কপালে অমঙ্গলের ছায়া! এর রাশির লগ্নেই অশান্তি-ঝামেলা
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে