Bangladesh News: বাংলাদেশ থেকে ভারতে নাশকতা চালাতে ভারতে ঢুকেছে জঙ্গি!
ABP Ananda Live: অসম পুলিশের 'অপারেশন প্রঘাত', গ্রেফতার ৮ জঙ্গি। বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গি গ্রেফতার । ধৃত মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার সদস্য, অনুমান পুলিশের। ওপারের জঙ্গিরা এপারে?
আরও খবর, ফের বিরোধীদের বেলাগাম আক্রমণ করলেন আব্দুর রহিম বক্সী। এবার হাত ভেঙে, মাথা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদার তৃণমূল জেলা সভাপতি। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল বিজেপি। তৃণমূল জেলা সভাপতির হুমকি-হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ বাম-কংগ্রেস।
অবৈধ চাকরি বাঁচাতে অতিরিক্ত শূন্য পদ তৈরি ? প্রশ্ন সুপ্রিম কোর্টের। ডাল মে কুছ কালা, ইয়া সব কুছ কালা? মন্তব্য প্রধান বিচারপতির। কাউকে নিয়োগ করা হয়নি, সওয়াল রাজ্যের।
জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে গেলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। ড্রেনের ওপর থাকা ভাঙা স্লাবের অংশে পা ঢুকে গিয়ে ধরল চিড়। আপাতত অসিত মজুমদারকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ভাঙা ড্রেনে পড়ে বিধায়কের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কতটা নাজেহাল হচ্ছেন, বলে খোঁচা দিল বিজেপি।