Vishwakarma Puja 2024: বিশ্বকর্মা পুজোয় হাত ধরছে ধৃতি ও শূল যোগ, ৩ রাশির ভাগ্য ছুটবে তেজি ঘোড়ার মত
Vishwakarma Puja - এই দিন আবার দুই শুভ যোগ শূল যোগ এবং ধৃতি যোগের সংমিশ্রণ ঘটছে। এই আশ্চর্যজনক যোগের কারণে কোন তিনটি রাশির জাতক তাদের সম্পদ বৃদ্ধি পাবে।
Vishwakarma Puja 2024: প্রতি মাসে, সূর্য রাশিচক্র পরিবর্তন করে। সেপ্টেম্বর মাসে, সূর্য কন্যা রাশিতে গমন করবে। তাই এই সংক্রান্তি কন্যা সংক্রান্তি নামে পরিচিত হবে। কন্যা সংক্রান্তির দিনটি খুবই বিশেষ। বিশ্বকর্মা পুজোর দিনটি জ্যোতিষশাস্ত্র অনুসারে খুবই বিশেষ। সৃষ্টি ও স্থাপত্যের দেবতা বিশ্বকর্মার পুজোর দিনে দেখা যাচ্ছে ২ বিশেষ যোগের সমাপতন।
বৈদিক ক্যালেন্ডার অনুসারে, এই বছর ১৬ সেপ্টেম্বর, সূর্য দেবতা সন্ধ্যা সন্ধে ৭ টা ৪৭ মিনিটে কন্যা রাশিতে গমন করবেন। সন্ধ্যা ও রাতে ভগবান বিশ্বকর্মার পুজো না করে, সূর্যোদয় ধরে পরদিন, অর্থাৎ ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তী পালিত হবে। সেদিন বাংলায় ভাদ্রমাসের সংক্রান্তি।
১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা দেবের পূজার শুভ সময় সকাল ১১ টা ৮ মিনিট থেকে দুপুর ১ টা ৪৩ মিনিট। এই দিন আবার দুই শুভ যোগ শূল যোগ এবং ধৃতি যোগের সংমিশ্রণ ঘটছে। এই আশ্চর্যজনক যোগের কারণে কোন তিনটি রাশির জাতক তাদের সম্পদ বৃদ্ধি পাবে।
মেষ রাশি
বিশ্বকর্মা পূজায় গঠিত শূল যোগ এবং ধৃতি যোগ মেষ রাশির মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রতিটি ক্ষেত্রেই প্রচেষ্টা সফল হবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তারা ১৭ সেপ্টেম্বরের মধ্যে সুখবর পেতে পারেন। বৈবাহিক জীবনে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে।
মকর রাশি
বিশ্বকর্মা দেবের আশীর্বাদে মকর রাশির জাতকদের অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে। ব্যবসা সম্প্রসারণের প্রচেষ্টা সফল হবে। আগামী কয়েক মাসে প্রচুর সম্পদ পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ থাকবে। যুবক ও চাকরিজীবীরা তাদের পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। এই রাশির জাতকদের কাজ সমাজে নতুন পরিচিতি পাবে।
মীন রাশি
বিশ্বকর্মা পুজোয় গঠিত শূল যোগ এবং ধৃতি যোগ মীন রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। কোনও সংস্থায় কাজ করা যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, সেখানে কাজ করার স্বপ্ন পূরণ হতে পারে। ব্যবসায়ী ও দোকানদারদের আর্থিক অবস্থা মজবুত হবে। ব্যবসায়ীরা একটি বিদেশী কোম্পানির সঙ্গে কাজ করার সুযোগ পেতে পারেন। এই দিনে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে উপকারী প্রমাণিত হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।