Wallet Tips : মানিব্যাগে এই জিনিসগুলি রাখছেন ? হতে পারে আর্থিক ক্ষতি !
Money Lose : অনেক সময় তথ্যের অভাবে টাকা হারানোর কারণ খুঁজে না পেয়ে সমস্যা বাড়তে থাকে
কলকাতা : পার্স বা মানিব্যাগও (Money Bag) আপনার ভাগ্যের সাথে সম্পর্কিত। যাঁরা পার্স রাখেন, তাঁরা পার্স রাখার সময় অবশ্যই কিছু বিশেষ জিনিসের খেয়াল রাখবেন। কারণ, জেনে বা না জেনে অনেক সময়ই কেউ কেউ পার্সে এমন কিছু জিনিস রাখেন, যা তাঁদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় তথ্যের অভাবে টাকা হারানোর কারণ খুঁজে না পেয়ে সমস্যা বাড়তে থাকে। কিন্তু আমরা যদি সময়মতো টাকা হারানোর কারণ খুঁজে বের করি, তাহলে বড় সমস্যা এড়ানো যায়।
জ্যোতিষশাস্ত্রে (Astrology), বাস্তুশাস্ত্রে (Vastu Shastra) অর্থ ধারণ করা জিনিসগুলি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। শাস্ত্রমতে, যে সমস্ত জিনিসে টাকা থাকে সেগুলিকে দূষিত হওয়া থেকে রক্ষা করা উচিত। সেই সঙ্গে ভুলেও এই জিনিসগুলো রাখা উচিত নয়-
পার্সে কী বহন করবেন না-
আপনি যদি আপনার পার্স বা মানিব্যাগে এটিএমের রসিদ (ATM Receit) , হোটেলের বিল (Hotel Bill), সিনেমার টিকিট (Cinema Ticket) ইত্যাদি রাখেন তবে তার জেরে সমস্যার ঝুঁকি থেকে যায়। তাই, কখনই এই জিনিসগুলি পার্সে রাখবেন না।
নোট পার্সে ভাঁজ করে রাখবেন না-
এটা মনে করা হয় যে, পার্স সবসময় বাঁ পকেটে রাখা উচিত। বাঁ পকেটে পার্স রাখলে অর্থ সাশ্রয় হয়। এটি অপ্রয়োজনীয় খরচ কমাতে সাহায্য করে। এর পাশাপাশি, নোট কখনই ভাঁজ করে রাখা উচিত নয়। এতে আর্থিক ক্ষতি হতে পারে।
এই জিনিস আপনার পার্সে রাখতে ভুলবেন না-
পার্সে চাবি রাখা উচিত নয়। চাবি রাখা শুভ বলে মনে করা হয় না। এতে অর্থনৈতিক সমস্যা বাড়তে পারে বলে ধারণা। গুরুত্বপূর্ণ সম্পর্কগুলিও প্রভাবিত হয়। সংশ্লিষ্ট ব্যক্তি নেতিবাচক চিন্তা (Negative Thought) দ্বারা পরিবেষ্টিত হয়। সব সময় অজানা আতঙ্ক গ্রাস করে।
আরও পড়ুন ; সাহসী ও উৎসাহী, কত বছর বয়সে উন্নতি করে সিংহ রাশির জাতক-জাতিকারা ?
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)