Weekly Horoscope: কার নতুন চাকরি! সন্তান নিয়ে চিন্তা কাদের? কেমন যাবে গোটা সপ্তাহ?
Weekly Astrology: কেমন যাবে নতুন সপ্তাহ? কী ইঙ্গিত দিচ্ছে আপনার রাশিফল?
কলকাতা: কেমন যাবে নতুন সপ্তাহ? কী ইঙ্গিত দিচ্ছে আপনার রাশিফল?
মেষ রাশি- সপ্তাহটি শুরু বেশ শুভ হবে। কাজে সাফল্য পাবেন। কঠোর পরিশ্রমের ফল মিলবে। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা কাঙ্খিত লাভ পাবেন। কারও কারও বিয়ে ঠিক হতে পারে।
বৃষ রাশি- সতর্ক থাকতে হবে আপনাকে। ঘরে-বাইরে পূর্ণ সমর্থন পাবেন। সম্পত্তি কেনা-বেচার জন্য সময়টি শুভ। পৈতৃক সম্পত্তি হাতে আসার সম্ভাবনা। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা ভাল খবর পেতে পারেন।
মিথুন রাশি- স্বাভাবিক যাবে গোটা সপ্তাহ। আর্থিক দিক থেকে মিশ্র যাবে গোটা দিনটি। ব্যবসার জন্য কোথাও যেতে হতে পারে। কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হতে পারে। বাড়ির জন্য় বেশকিছুটা খরচ হতে পারে। কোনও প্রভাবশালী ব্যক্তি কোনওরকম ভাবে সাহায্য করতে পারেন।
কর্কট রাশি - আপনার বুদ্ধি এবং দক্ষতার প্রশংসা করবেন সকলে। বন্ধুদের সমর্থন পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে সাহায্য পাবেন। দীর্ঘদিন ধরে যারা বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের স্বপ্নপূরণ হতে পারে। ব্যবসার কাজে আটকে থাকা টাকা বেরিয়ে আসতে পারে।
সিংহ রাশি- ছোটখাট কোনও সমস্য়ার জন্য চিন্তা হতে পারে। অফিসে অতিরিক্ত কাজ করতে হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা মনোযোগ বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক লেনদেন নিয়ে চটজলদি সিদ্ধান্ত নেবেন না।
কন্যা রাশি - উত্থান-পতন দেখতে পাবেন এই সপ্তাহে। স্বাভাবিক গতিতে কাজ এগোলেও কিছু কিছু ক্ষেত্রে বাধা পেতে পারেন। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সম্পর্কে টানাপড়েন হতে পারে। কর্মক্ষেত্রে নিজের কাজ নিজেই সামলান, অন্যের উপর ছেড়ে দেবেন না।
তুলা রাশি- সুখ ও সমৃদ্ধি পেতে পারেন এই সপ্তাহে। কর্মজীবন বা ব্যবসা সম্বন্ধে ভাল খবর পেতে পারেন। বদলি বা পদোন্নতির জন্য অপেক্ষা করে থাকলে এবার সেই সংক্রান্ত খবর মিলতে পারে। সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়বে।
বৃশ্চিক রাশি- সপ্তাহের শুরুটা ভাল হবে। সম্পত্তি ক্রয়-বিক্রয় লাভজনক হবে। বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমের জন্য কেরিয়ারে এগিয়ে যাবেন। কর্মক্ষেত্রে বড় কোনও দায়িত্ব পেতে পারেন। কাজের প্রয়োজনে কোথাও ভ্রমণে যেতে হতে পারে। পরিবারের বয়স্ক সদস্যের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
ধনু রাশি- ব্যবসায়ে লাভ পাবেন এই সপ্তাহে। কোথাও বিনিয়োগ থাকলে সেখান থেকেও লাভ মিলতে পারে। আলসেমি এড়িয়ে চলুন নয়তো সেটি আদতে ক্ষতি করবে। কথাবার্তা ও আচরণ নিয়ন্ত্রণ প্রয়োজন। যে কোনও কারণে ঘনিষ্ঠ বন্ধুদের সমর্থন পাবেন। প্রেমের সম্পর্ক বিয়েতে রূপান্তরিত হওয়ার পথে এগোতে পারে।
মকর রাশি- লাভজনক হবে এই সপ্তাহটি। বিদেশে ব্যবসার কাজ থাকলে তা নিয়ে সুখবর পেতে পারেন। কর্মরত মহিলাদের জন্য ভাল খবর আসতে চলেছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় পদ পেতে পারেন। দাম্পত্য জীবনও ভাল হবে।
কুম্ভ রাশি- স্বল্পমেয়াদি লাভের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনবেন না। কর্মজীবনে দীর্ঘমেয়াদি লাভের দিকে খেয়াল রাখুন। বাড়ি মেরামতির জন্য আরও অর্থ খরচ করতে হতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে।
মীন রাশি- পরিকল্পিত কাজ যথাসময়ে সম্পন্ন হবে। আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। যে কোনও কাজ সফল করার জন্য আপনার ভিতরে আলাদা উদ্য়ম ও শক্তি থাকবে। ভাল বন্ধুদের সাহায্যে, আপনি আপনার কোনও বড় লক্ষ্য অর্জনে সফল হবেন।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও পড়ুন: আজ কোন সময়ে যাত্রা করলে শুভ ফলাফল পাবেন? কী বলছে পাঁজি?