Weekly Astrology : প্রোমোশন পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা, এ সপ্তাহে কী রয়েছে আপনার ভাগ্যে ?
Weekly Horoscope : দেখে নিন সাপ্তাহিক রাশিফলে
কলকাতা : আগামী সপ্তাহটা আপনার কেমন যাবে, দেখে নিন সাপ্তাহিক রাশিফলে।
মেষ : এ সপ্তাহে কাজে বা ব্যবসায় মন বসবে না। যার জেরে আপনার পেশাগত উন্নতি বাধাপ্রাপ্ত হবে। আত্মবিশ্বাসী থাকুন। উদ্বেগ বাড়তে পারে। বিনিয়োগ- সংক্রান্ত সিদ্ধান্ত এসময়ে না নেওয়ায় ভাল। যেসব ছাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তারা নিজেদের চেষ্টায় উপকৃত হবে।
বৃষ : নিজের কথা বলতে উৎসাহী থাকবেন। তবে, কাউকে আঘাত করবেন না। যারা পার্টনারশিপে ব্যবসা করেন, তারা সমস্যায় পড়তে পারেন। অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। অসতর্কতা জন্য মূল্যবান সামগ্রী হারানোর ঝুঁকি।
মিথুন : পেশাগত ক্ষেত্রে প্রোমোশন পেতে পারেন। প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে যাওয়ায়, নতুন পদ পেতে পারেন। ঋণ পেতে পারেন। তাতে আপনার প্রয়োজন মিটবে। তবে, আদালত-সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। স্বামী-স্ত্রী একে অপরের পাশে দাঁড়ান। সন্তানকে ভাল রাখা নিয়ে চিন্তা। সাবধানে গাড়ি চালান। কারণ, ছোটখাট ঘটনা ঘটতে পারে।
কর্কট : এ সপ্তাহে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। বিনিয়োগের ফল পাবেন। যদি সম্পত্তি কিনতে চাইছেন, তাহলে এই সময়টা ভাল। কাজ পাল্টানোর সময় এটা নয়। কারও কারও সন্তান-সৌভাগ্য হতে পারে। ভাই-বোনেরা ব্যক্তিগত সমস্যায় পড়তে পারেন। সন্তানদের সঙ্গে আরও সময় কাটাবেন।
সিংহ : এ সপ্তাহে ছোটখাট অসন্তুষ্টি থাকতে পারে। রিয়েল এস্টেট বা জমিজমা সংক্রান্ত বিনিয়োগ এড়িয়ে যান। মায়ের যত্ন নিন। কারণ, তাঁর স্বাস্থ্য খারাপ হতে পারে। বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে। বদলি বা দফতর বদলের সম্ভাবনা আপনাকে অনুপ্রাণিত রাখবে।
কন্যা : যে কোনও অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। যে কোনও নতুন কিছু শুরু করা বুদ্ধিমানের কাজ। আর্থিক সাফল্যের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। কারণ, পেটের সমস্যা দেখা দিতে পারে। ভাই-বোনেরা ভাবতে পারে, আপনি হয়তো তাদের দিকে কোনও নজর দিচ্ছেন না।
তুলা : কাজের জায়গায় সমস্যা হতে পারে। সাধাসিদে থাকুন এবং নিজের কাজে মন দিন। ধার নেবেন না। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভাল হবে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য রাখতে সক্ষম হবেন। স্বাস্থ্যক্ষেত্রে এটা ভাল সময় নয়। তলপেটে সমস্যা হতে পারে। স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখুন।
বৃশ্চিক : কোনও সুযোগ নেওয়া এড়িয়ে যান। কেরিয়ারে সতর্কভাবে এগোন। অন্যের মেন্টরের ভূমিকা পালন করতে পারেন। নিজের নামে রিয়েল এস্টেটে বিনিয়োগ এড়িয়ে যান। অন্যথা, প্রতারণার শিকার হতে পারেন। অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে।
ধনু : এ সপ্তাহে খরচে নজর রাখুন। ব্যবসায়ীরা ব্যবসায় বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। পেশাগত ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখার চেষ্টা করুন। যারা পড়াশোনা বা কাজের জন্য বিদেশ যেতে চান, তারা ভাল খবর পেতে পারেন। শান্ত থাকার জন্য, ধ্যান করুন।
মকর : আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন। কারণ, টাকা হারানোর ঝুঁকি রয়েছে। স্টক মার্কেটে বিনিয়োগের ঝুঁকি থেকে বিরত থাকুন। বন্ধু বা ভাই-বোনদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। তাই সতর্ক থাকুন। ভাল খাবার খান এবং শরীরচর্চা করুন।
কুম্ভ : বাড়ি এবং কাজের জায়গায় একাধিক সমস্যা দেখা দিতে পারে। বাবার শরীর খারাপ হতে পারে। তাঁর যত্ন নিন । প্রয়োজনে চিকিৎসকের কাছে নিয়ে যান।
মীন : যারা বিদেশ যেতে চান, এ সপ্তাহে তাঁদের মনোবাঞ্ছা পূরণ হতে পারে। এ সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করতে পারেন। দীর্ঘমেয়াদি বিনিয়োগের সম্ভাবনা। কাজে কোনও চান্স নেওয়ার আগে, ভবিষ্যতের দৃশ্যটা ভেবে নিন। ধৈর্য্য ধরুন। কোনও সম্পর্ক শুরুর পক্ষে ভাল সময় নয়। শান্ত থাকুন।