Auto Expo 2023 Live: অটো এক্সপো ২০২৩- এর নয়া চমক, প্রকাশ্যে টাটা মোটরসের Curvv পেট্রোল ভার্সান
Auto Expo 2023 India: শুরু হয়ে গেল দেশের সবথেকে বড় গাড়ির মেলা (Auto Expo 2023)। ভারতে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) এই অনুষ্ঠানের আয়োজন করে।

Background
Auto Expo 2023 LIVE : ৩ বছর কোভিডের কারণে সম্ভব হয়নি। আজ ১১ জানুয়ারি গ্রেটার নয়ডায় শুরু হচ্ছে দেশের সবথেকে বড় গাড়ির মেলা (Auto Expo 2023)। ভারতে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) এই অনুষ্ঠানের আয়োজন করে। এই মোটর শোতে (Auto Expo 2023 India) অনেক নতুন গাড়ি, বাইক, কনসেপ্ট কারসহ বাণিজ্যিক গাড়ি দেখানো হবে।
Auto Expo 2023: অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হবে ?
অটো এক্সপো ২০২৩ (Auto News 2023) আগের মতো ইন্ডিয়া এক্সপো মার্টে অনুষ্ঠিত হবে, যা উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার জেপি গল্ফ কোর্সের কাছে। এর সঙ্গে অটো কম্পোনেন্ট ইন্ডাস্ট্রি দিল্লির প্রগতি ময়দানে অটো এক্সপো-কম্পোনেন্ট শো আয়োজন করবে।
Auto Expo 2023 India: তারিখ ও সময়
অটো এক্সপো ২০২৩-এর ১৩ জানুয়ারি থেকে শুরু হবে। ১৮ জানুয়ারি শেষ হবে শো। তবে সংবাদ মাধ্যমের জন্য ১১ তারিখ খুলে দেওয়া হবে এই মোলার দরজা। এই মেলার সময় সাধারণ নাগরিকদের জন্য ১৪ ও ১৫ জানুয়ারি সকাল ১১ টা থেকে ৮ টা, ১৬ ও ১৭ জানুয়ারি সকাল ১১ টা থেকে ৭ টা, ১৮ জানুয়ারি সকাল ১১ টা থেকে ৬ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন শেষ হওয়ার এক ঘণ্টা আগে প্রবেশ বন্ধ থাকবে।
Auto Expo 2023: কীভাবে পৌঁছবেন
অটো এক্সপো 2023 গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্টে ঠান্ডা আবহাওয়ার মধ্যেই অনুষ্ঠিত হবে। বর্তমানে এই জায়গার তাপমাত্রা রয়েছে ৫ ডিগিরী সেলসিয়াস। কখনও তা এর নিচেও নেমে যাচ্ছে। মেট্রো সংযোগ সহ পাবলিক ট্রান্সপোর্টের পাশাপাশি পার্কিং স্পেসও পাওয়া যাবে এই মেলায়। ইতিমধ্য়েই এই মেলার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। যেখানে সপ্তাহান্তের টিকিটের দাম ৪৭৫ টাকা ও অফিসের দিনের জন্য টিকিটের মূল্য ৩৫০ টাকা রাখা হয়েছে।
Auto Expo 2023 Live: ভারতে ডেবিউ করেছে নতুন বাইক Benda LFC 700, প্রকাশ্যে ফার্স্ট লুক
ভারতে ডেবিউ করেছে নতুন বাইক Benda LFC 700, প্রকাশ্যে ফার্স্ট লুক। আকার-আয়তনে বেশ বড় এই নতুন বাইক।

Auto Expo 2023 India: ভারতে হাজির নতুন বাইক Keeway SR250, অটো এক্সপো ২০২৩- এই প্রকাশ্যে এল মডেল
ভারতে হাজির নতুন বাইক Keeway SR250, অটো এক্সপো ২০২৩- এই প্রকাশ্যে এল মডেল























