Bajaj Pulsar: আরও একটি নতুন মডেল আনছে বাজাজ পালসার, কত দাম ? রেঞ্জ কত এই ২২০ সিসির বাইকের ?
Bajaj Auto: ২০২৪ সালে ভারতের বাজারে বাজাজ (Bajaj Auto) আনতে চলেছে আপডেটেড ভার্সন। বাজাজ পালসারের ২২০ এফ মডেলটিতে কী নতুন ফিচার্স থাকছে। সবথেকে বড় বদল যা এই বাইকে থাকবে তা হল এর ডিসপ্লে।
Bajaj Bikes: ভারতের বাজারে আরও একটি নতুন বাইক নিয়ে আসছে বাজাজ পালসার। বাজাজ অটো এর আগে এই মডেলটিকে বাজারে আনা থেকে বিরত ছিল, তবে এবার নতুন রূপে নতুন ভাবে বাজারে আসছে পালসারের আরেকটি বাইক। এর আগে বাজাজ অটো (Bajaj Pulsar) লঞ্চ করেছিল বাজাজ পালসার ২৫০ এফ। তবে বাজারের চাহিদার কথা মাথায় রেখে এবার আনতে চলেছে বাজাজ পালসার ২২০ এফ। কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বাজারে (Bajaj Auto) উদ্বোধন হবে এই বাইকের, তাঁর আগেই ডিলারদের কাছে চলে এসেছে এই মডেলটি। আপডেটেড ভার্সনে কী ফিচার্স থাকছে, কত দাম, রেঞ্জই বা কত থাকছে ?
আপডেটেড ভার্সনে কী কী নতুন ফিচার্স থাকছে?
২০২৪ সালে ভারতের বাজারে বাজাজ (Bajaj Auto) আনতে চলেছে আপডেটেড ভার্সন। বাজাজ পালসারের ২২০ এফ মডেলটিতে কী নতুন ফিচার্স থাকছে। সবথেকে বড় বদল যা এই বাইকে থাকবে তা হল এর ডিসপ্লে। বাজাজ পালসার ২২০ এফে থাকছে একটি ডিজি অ্যানালগ ডিসপ্লে, একটা এলইডি স্ক্রিনও থাকছে গাড়িতে। পালসারের এন১৬০ মডেলটির মত অনেকটা দেখতে হবে এই পালসারের নতুন আপডেটেড ভার্সন। বাইকের ব্লুটুথ কানেক্টিভিটি থাকছে ফিচার্সের মধ্যে। এমনকী ইউএসবি চার্জিং পোর্টের সুবিধে রয়েছে এই বাইকে।
বাজাজ পালসারের পাওয়ারট্রেন
বাজাজ পালসার তাঁর এই নতুন মডেলে সেভাবে পাওয়ারট্রেনের ক্ষেত্রে কোনও পরিবর্তন করেনি। পালসার ২২০এফ-এ থাকছে একটা ২২০ সিসির ইঞ্জিন, এয়ার বা অয়েল কুলড মোটর যা থেকে ২০.৪ এইচপি পাওয়ার ও ১৮.৫ এনএম টর্ক উৎপন্ন হয়। ৫ স্পিডের গিয়ারবক্স একটা মোটরে ইন্সটল করা আছে এই বাইকে। আর বাজাজ পালসারের এই মডেলটিই অন্যতম বেস্ট সেলিং মডেল হতে চলেছে।
নতুন মডেলের দাম কত থাকছে
অনেক কিছু নতুন ফিচার্স এসেছে এই মডেলে আর তাই এই নতুন আপডেটেড মডেলটির দামও কিছুটা বেড়ে গিয়েছে। বাজাজ পালসার ২২০ এফ এর পুরনো মডেলের থেকে নতুন মডেলের দাম আরও ২৫০০ টাকা বেশি। বাজাজ পালসারের এই মডেলের এক্স শো-রুম দাম রাখা হয়েছে ১,৩৮,৫৬০ টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Force Gurkha 5-door: ফোর্স গুর্খা নিয়ে এল 5-ডোর মডেল, কী নতুন বৈশিষ্ট্য, দেখে নিন ছবিতে