Best Scooter: ৫০ হাজারের মধ্যেই পাবেন দুর্দান্ত এইসব স্কুটার, মেয়েদের জন্য সেরা মডেল কোনটা ?
Scooters For Women: এই তালিকায় প্রথমেই উঠে আসে ইয়ো বাইকের কথা। এই সংস্থার YO EDGE DX মডেলটি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়ও। এই ইলেকট্রিক স্কুটারের দাম ৪৯,০৬৮ টাকা এবং রেঞ্জ ৬০ কিমি।
Scooter for Women: বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা কর্মজগতে উঠে আসছেন সামনের সারিতে। কাজের দুনিয়ায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে তারাও লড়াই করছেন। আর তাই বাজারে মহিলাদের চাহিদার কথা মাথায় রেখে বেশ কিছু অত্যাধুনিক মডেলের স্কুটার (Scooter for Women) নিয়ে এসেছে কিছু কিছু সংস্থা। বাজেটেও সস্তা এইসব স্কুটার শক্তির দিক থেকেও খুব কম কিছু নয়। বিলাসবহুল ইভি স্কুটার (Electric Scooter) মিলছে মাত্র ৫০ হাজার টাকার মধ্যেই। এই দামের মধ্যেই মহিলাদের জন্য সেরা মডেল কোনটি ?
YO EDGE DX
এই তালিকায় প্রথমেই উঠে আসে ইয়ো বাইকের কথা। এই সংস্থার YO EDGE DX মডেলটি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়ও। এই ইলেকট্রিক স্কুটারের দাম ৪৯,০৬৮ টাকা এবং রেঞ্জ ৬০ কিমি। ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে এই স্কুটার সম্পূর্ণ চার্জ হয়ে যায়। ইউএসবি চার্জিং পোর্ট আছে এই ইভিতে। এর মাধ্যমেই গাড়িতে চার্জ দেওয়া যাবে। ইয়ো বাইকের এই মডেলটির সর্বোচ্চ গতি হল ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
Ujaas eGo LA
এরপরে তালিকায় উঠে আসে এই Ujaas eGo LA মডেলটির নাম। স্পোর্টি হেডলাইট, আরামদায়ক সিট দেওয়া এই স্কুটারেও আগেরটির মত মোবাইল চার্জিং ইউএসবি পয়েন্ট দেওয়া আছে। এই মডেলে রয়েছে একটি ডিজিটাল স্পিডোমিটার। আর আশ্চর্যের বিষয় হল কোনও চাবি ছাড়াই আরামে এই স্কুটার আপনি চালাতে পারবেন। Ujaas eGo LA মডেলের এক্স শো-রুম দাম ৩৪,৮৮০ টাকা থেকে সর্বোচ্চ ৩৯,৮৮০ টাকা পর্যন্ত।
Komaki X-One
কোমাকি সংস্থার এই বাইকটিও মহিলাদের জন্য সেরা বাইক। অনেকের বেশ পছন্দের এবং দামটাও সাশ্রয়ী। কোমাকি এক্স ওয়ান মডেলে রয়েছে অতি উজ্জ্বল ফুল এলইডি লাইটিং। পার্কিং করার জন্য সাহায্যের ক্ষেত্রে ক্রুজ কন্ট্রোল ফিচার্সও দেওয়া আছে এই স্কুটারে। মূলত চারটি ব্যাটারি প্যাকের ভ্যারিয়েন্টে পাওয়া যায় এই ইলেকট্রিক স্কুটার। BLDC HUB গোত্রের মোটর আছে এই কোমাকি ইলেকট্রিক স্কুটারে। এর দাম শুরু হয়েছে ৪৭,৬১৭ টাকা থেকে।
NIJ Automotive Accelero R14
এই তালিকার সবশেষে উল্লেখ করতে হয় NIJ Automotive Accelero R14 মডেলটির নাম। ৫টি রঙের ভ্যারিয়ান্ট সহ বাজারে আসছে এই স্কুটার। ব্যাটারি প্যাকে থাকছে লেড অ্যাসিড ব্যাটারি। ৪৫-৬৩ কিমি পর্যন্ত রেঞ্জ দেয় এই স্কুটার। LFP গোত্রের ব্যাটারির রেঞ্জ সাধারণভাবে হয় ৬০-৭৫ কিমি পর্যন্ত। এই স্কুটারের এক্স শো-রুম দাম আছে ৪৯,৭৩১ টাকা। তবে এর টপ এন্ড মডেলের দাম আরও খানিক বেশি।
আরও পড়ুন: Mahindra XUV 3XO Launch: সুরক্ষার সঙ্গে এবার ডিজাইনের যুগলবন্দি, ছবি দেখলে নজর সরবে না এই গাড়ি থেকে