Electric BMW: বৈদ্যুতিন গাড়ি আনছে বিএমডব্লিউ, রেঞ্জ হোক বা দাম- নজর কাড়বে ৫ সিরিজের এই মডেল
BMW Cars: বিএমডব্লিউর বৈদ্যুতিন এই মডেলের রেঞ্জ (Electric BMW) থাকবে ৫১৬ কিমি। i5 M60 মডেলটির ব্যাটারি প্যাকই সবথেকে বড়। ৮১.২ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি প্যাক এই গাড়িতে।
BMW Cars: নতুন মডেল বাজারে আনছে বিএমডব্লিউ। আসছে এর ৫ সিরিজের নতুন বৈদ্যুতিন মডেল। i5 মডেলটি সম্পূর্ণরূপে আমদানি করা মডেল (Electric BMW) হিসেবেই বাজারে আসতে চলেছে। বিএমডব্লিউ সম্প্রতি এই গাড়িটি একটা ফ্ল্যাগশিপ মডেল হিসেবে M60 xDrive নামে বাজারে এনেছে। যেমন ক্ষমতা, তেমনি রেঞ্জ দেবে বিএমডব্লিউর এই গাড়ি। এই গাড়ির বিশেষ বিশেষ ৫টি ফিচার্স চলুন দেখে নেওয়া যাক।
রেঞ্জ কত গাড়ির
বিএমডব্লিউর বৈদ্যুতিন এই মডেলের রেঞ্জ (Electric BMW) থাকবে ৫১৬ কিমি। i5 M60 মডেলটির ব্যাটারি প্যাকই সবথেকে বড়। ৮১.২ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি প্যাক দেওয়া আছে এই গাড়িতে। বিএমডব্লিউ ওয়ালবক্স চার্জারও এর সঙ্গে দেওয়া আছে যা কিনা বাড়িতে লাগালেও ১১ কিলোওয়াট আওয়ার ক্ষমতার চার্জিং সুবিধে দেবে। একটা বিকল্প বেছে নিলে ২২ কিলোওয়াটের এসি চার্জিং সুবিধেও পাওয়া যাবে কিছু ভ্যারিয়ান্টে।
সর্বোচ্চ গতি কত হবে
সমস্ত দ্রুতগতির ইভির (Electric BMW) মত, এই গাড়িতেও ডুয়াল মোটর লে আউটের সঙ্গে ইলেকট্রিক অল-হুইল সিস্টেম থাকছে। ৩.৮ সেকেন্ডের মধ্যে এই গাড়িতে ০ থেকে ১০০ কিমি পর্যন্ত গতি উঠতে পারে। সর্বোচ্চ গতি ওঠে এই গাড়িতে ২৩০ কিমি প্রতি ঘণ্টায়। ৬০১ এইচপি ক্ষমতা এবং সর্বোচ্চ ৭৯৫ এনএম টর্ক উৎপন্ন হয় বিএমডব্লিউ ইলেকট্রিক i5 M60 মডেলে।
কী বিশেষ ফিচার্স আছে
প্রযুক্তির দিক থেকে অনেক কিছু ফিচার্স রয়েছে এই গাড়িতে। অগমেন্টেড ভিউ ডিসপ্লে, সাম্প্রতিক বিএমডব্লিউ OS, ADAS ফিচার্স, অ্যাডাপ্টিভ সাসপেনশন ইত্যাদি। ট্রাডিশনাল গাড়ির মতই থাকছে এই গাড়ির ফিচার্স।
ইন্টিরিয়রে কী বদল
১২.৩ ইঞ্চির ডিজিটাল টাচস্ক্রিন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার (Electric BMW), ১৪.৯ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম, টাচস্ক্রিন, ইন্টার্যাকশন বার, টাচ সেন্সিটিভ কনট্রোল ইত্যাদি রয়েছে এই ফিচার্সের মধ্যে। ভেন্টিলেশন ও এয়ার কন্ডিশনিং ব্যবস্থাও দারুণ রয়েছে এই গাড়িতে।
বিলাসবহুল ফিচার্সও রয়েছে
বিএমডব্লিউ i5 M60 মডেলের (Electric BMW) ইন্টিরিয়রে কিছু বিলাসবহুল ফিচার্সও রয়েছে। প্যানোরমা সানরুফ, রুফের সঙ্গে স্পোর্ট সিট, অ্যাক্টিভ সিট ভেন্টিলেশন, তাঁর সঙ্গে ১৮ স্পিকার বোয়ারস অ্যান্ড উইলকিন্স সারাউন্ড সাউন্ড সিস্টেম, ৩৬০ ডিগ্রির ক্যামেরা, ৪ জোন ক্লাইমেট কনট্রোল, অ্যাম্বিয়েন্ট লাইটিং ইত্যাদি রয়েছে এর অন্যতম ফিচার্সের মধ্যে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mahindra XUV: টাটা নেক্সনের থেকেও কি ভাল মহিন্দ্রার এই XUV মডেল ? জানুন সমস্ত ফিচার্স ও দাম