BYD Atto 3: চিনের সংস্থার গাড়ি চমকে দিল লুকে, কত দামে এল বাজারে ?
BYD Atto: বিওয়াইডি অ্যাটোর আপডেটেড মডেলটি একেবারে নতুন ঝাঁ চকচকে কসমো ব্ল্যাক রঙে এসেছে বাজারে। এছাড়া এই গাড়িটির দাম খুবই সাশ্রয়ী যেখানে সংস্থা এই গাড়িতে দিয়ে রেখেছে ৪৯.৯২ কিলোওয়াটের ব্যাটারি।
সোমনাথ চট্টোপাধ্যায়: চিনের গাড়ি নির্মাতা সংস্থা বিওয়াইডি ভারতের বাজারে তাদের আপডেটেড মডেল অ্যাটো ৩ (BYD Atto 3) নিয়ে এল। এটি একটি বৈদ্যুতিন গাড়ি। এছাড়া এই বৈদ্যুতিন গাড়িতে প্রচুর ফিচার্স আপনি দেখতে পাবেন এবং খুব শক্তিশালী রেঞ্জও পাবেন এই গাড়িতে। বিওয়াইডির এই আপডেটেড মডেলের লুকও দেখার মত, অন্য আর পাঁচটা গাড়ির মত নয়।
কী নতুন এল
বিওয়াইডি অ্যাটোর আপডেটেড মডেলটি একেবারে নতুন ঝাঁ চকচকে কসমো ব্ল্যাক রঙে এসেছে বাজারে। এছাড়া এই গাড়িটির দাম খুবই সাশ্রয়ী যেখানে সংস্থা এই গাড়িতে দিয়ে রেখেছে ৪৯.৯২ কিলোওয়াটের ব্যাটারি। সংস্থার মতে, এই ব্যাটারিতে ৪৬৮ কিমি পথ যাওয়া যাবে একবার সম্পূর্ণ চার্জ দিলে। এখন অ্যাটো ৩-এর মোট তিনটি ট্রিম রয়েছে। এগুলি হল- ডায়নামিক, সুপিরিয়র এবং প্রিমিয়াম।
এই গাড়ির প্রিমিয়াম ভ্যারিয়ান্টে ৫২১ কিমি রেঞ্জ পাওয়া যাবে। আর অন্যদিকে এর সুপিরিয়র ভ্যারিয়ান্টে ৪৮০ কিমি রেঞ্জ পাওয়া যাবে। এটি একটি সম্পূর্ণ বৈদ্যুতিন গাড়ি যা কিনা ইভির বাজারে এসে গিয়েছে। এই গাড়িতে আবার ফাস্ট চার্জিং সুবিধেও দেওয়া হয়েছে। এর মাধ্যমে মাত্র ৫০ মিনিটের মধ্যেই ০ থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যায় এই গাড়িতে।
কী ফিচার্স আছে গাড়িতে
সংস্থা তাঁর অ্যাটো ৩-এর মডেলে প্রচুর সুবিধে দিয়েছে। এই বৈদ্যুতিন গাড়ির সমস্ত অত্যাধুনিক ফিচার্সের মধ্যে রয়েছে ৭টা এয়ারব্যাগ, প্যানোরমিক সানরুফ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা। অ্যাটো ৩ রেঞ্জের মধ্যে এটি খুবই সাশ্রয়ী একটি গাড়ি। এর সমস্ত ভ্যারিয়ান্টেই দারুণ রেঞ্জ দেওয়া হয়েছে এবং এর দাম সম্প্রতি খানিক কমানো হয়েছে। বিওয়াইডি বর্তমানে তাঁর ডিলারশিপ বাড়ানোর চেষ্টা করছে। এখন দেশে মোট ২৩টি শহরে এর ২৬টি ডিলারশিপ রয়েছে।
গাড়ির দাম কত
এখন বলা যাক, বিওয়াইডি সংস্থা এখন এই গাড়িটির দাম মূলত এক্স শো-রুম দাম ধার্য করেছে ২৪.৯৯ লক্ষ টাকা। এই নতুন অ্যাটো ৩ এখন বাজারে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে টাটা নেক্সন ইভি, এমজি জেড এস ইত্যাদি গাড়ির সঙ্গে। ২৫ লাখের নিচে এই গাড়িতে দারুণ সব ফিচার্স রয়েছে। এছাড়াও এই গাড়ির লুকও দুর্ধর্ষ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: HDFC Bank: বিশ্বের দশম বৃহত্তম ব্যাঙ্কের তালিকায় এইচডিএফসি, SBI, ICICI নেই পিছিয়ে