EV Cars: দেশের সবথেকে সস্তা ইভি, ২৩০ কিমি চলবে এক চার্জেই ! টাটা-মহিন্দ্রাকেও পিছনে ফেলেছে এই মডেল
MG Comet EV: এমজি কমেটের ইভির দাম শুরু হয়েছে ৬.৯৯ লাখ টাকা থেকে, এটি এই গাড়ির এক্স শো-রুম দাম। তবে এর টপ এন্ড ভার্সনের দাম সর্বোচ্চ ৯.৫৩ লাখ টাকা পর্যন্ত। শুধুমাত্র গত মাসেই ১২০০ ইউনিট বিক্রি হয়েছে।

MG Comet: ভারতের বাজারে এখন ক্রমেই বৈদ্যুতিন গাড়ির চাহিদা বেড়ে চলেছে। গাড়ি নির্মাতা সংস্থাগুলি তাদের একের পরে এক নিত্য-নতুন মডেল নিয়ে আসছে বাজারে। তবে এবার দেশের গাড়িপ্রেমীদের চমকে দেবে সবথেকে সস্তার এই বৈদ্যুতিন গাড়ি (Cheapest EV India)। তবে এতদিন পর্যন্ত বৈদ্যুতিন গাড়ির বাজারে খুব গুটিকতক বিকল্প ছিল, টাটা টিয়াগো, টাটা টিগর ইভি কিংবা মহিন্দ্রার কোনও মডেল। তবে এবার এমজি কমেট নিয়ে এল এক অসাধারণ বৈদ্যুতিন গাড়ি। আগের বেশ কিছু গাড়ির মডেল যেখানে দাম শুরু হত ২০ লাখ টাকা থেকে, সেখানে এমজি কমেটের (MG Comet EV) এই মডেলের দাম ৭ লাখের মধ্যে। আর তাই এটিই এখন দেশের সবথেকে সস্তার ইভি।
এমজি কমেটের ইভির দাম শুরু হয়েছে ৬.৯৯ লাখ টাকা থেকে, এটি এই গাড়ির এক্স শো-রুম দাম। তবে এর টপ এন্ড ভার্সনের দাম সর্বোচ্চ ৯.৫৩ লাখ টাকা পর্যন্ত। ২০২৪ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এই গাড়িটি ৪৪৯৩ ইউনিট বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। শুধুমাত্র গত মাসে অর্থাৎ মে মাসেই এই ইভির বিক্রি হয়েছে ১২০০ ইউনিট।

এমজি কমেটের ইভিতে পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর রয়েছে যাতে ৪২ পিএস ক্ষমতা এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন হয়। এর সঙ্গে রয়েছে ১৭.৩ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি আইপি৬৭ রেটিং সম্পন্ন। এই বৈদ্যুতিন গাড়িটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৭ ঘণ্টা। ৩.৩ কিলোওয়াট চার্জারের সাহায্য এই সময় লাগলেও একটি ৭.৪ কিলোওয়াটের চার্জারে এই গাড়িতে মাত্র ৩.৫ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যায়। একবার চার্জ দিলে এই গাড়িতে যাওয়া যাবে ২৩০ কিমি রাস্তা।
এমজি কমেট ইভির অনেকগুলি ভ্যারিয়ান্ট বাজারে পাওয়া যায় –
এক্সিকিউটিভ – ৬.৯৯ লাখ
এক্সাইট – ৭.৯৮ লাখ
এক্সাইট এফসি – ৮.৪৫ লাখ
এক্সক্লুসিভ – ৯ লাখ
এক্সক্লুসিভ এফসি – ৯.৩৭ লাখ

এই বৈদ্যুতিন গাড়ির মডেলের ফিচার্সের কথায় আসলে চমকে যেতে হয়। এত কম দামের মধ্যেও দুরন্ত সব ফিচার্সে ঠাসা এই মডেল। এই গাড়িতে রয়েছে এলইডি হেডল্যাম্প, টেইলল্যাম্প, সামনে একটা উজ্জ্বল এমজি লোগো, ফ্রন্ট ও রিয়ার কানেক্টিং লাইট। কেবিনের ভিতরে লেদারে মোড়া স্টিয়ারিং হুইল থাকছে, ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকছে, থাকছে ১০.২৫ ইঞ্চির ডিজিটাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কার প্লে এবং টুস্পোকের মাল্টি ফাংশান স্টিয়ারিং হুইল। এছাড়াও এমজি কমেটে আই স্মার্ট প্রযুক্তি আছে যাতে ৫৫টিরও বেশি ফিচার্স রয়েছে।
আরও পড়ুন: Car News: ডিজেল গাড়ি নয়, পেট্রোল চালিত গাড়ি কিনলে মিলবে এই ৫ সুবিধে




















