Citroen Basalt SUV: কম দামে বড় SUV! এবার চাপে পড়বে টাটা-মারুতি?
Citroen Basalt SUV Price: লুকস থেকে ডিজাইন সবেতেই টক্কর দেবে এই গাড়ি। দামেও অনেকটাই কম।
![Citroen Basalt SUV: কম দামে বড় SUV! এবার চাপে পড়বে টাটা-মারুতি? Citroen Basalt SUV coupe launched in India price specification should you buy it Citroen Basalt SUV: কম দামে বড় SUV! এবার চাপে পড়বে টাটা-মারুতি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/10/8cc9618267aeae2fa86c5b00d81e89c21723228430081385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আগেই সামনে এসেছিল এই মডেলের কথা। তখন দাম জানা যায়নি। এবার Basalt SUV-এর দাম সামনে আনল প্রস্ততকারী সংস্থা Citroen. ভারতের বাজারে দাম শুরু হচ্ছে ৭.৯৯ লক্ষ টাকা থেকে। অক্টোবর পর্যন্ত ডেলিভারির ক্ষেত্রে এই দাম থাকবে।
সিত্রোয়েনের Basalt রেঞ্জ শুরু হচ্ছে 82bhp 1.2L থেকে। এটি পেট্রোল ইঞ্জিন। টপ এন্ড ভার্সনে রয়েছে 1.2L টার্বো- এটি উৎপন্ন করবে 110bhp শক্তি। অটোমেটিক টার্বো পেট্রল 1.2L আরও বেশি টর্ক উৎপন্ন করবে। 190Nm টর্ক হবে। এতে রয়েছে 6-speed অটোমেটিক টর্ক কনভার্টার গিয়ারবক্স। স্ট্যান্ডার্ড 1.2L ম্যানুয়াল ভার্সনে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। C3 Aircross-এর উপর ভিত্তি করে তৈরি Basalt-এর লুক যথেষ্ট প্রশংসনীয়। এর ডিজাইন নিয়ে খুবই আলোচনা হয়েছে। রয়েছে নতুন LED প্রোজেক্টর, তারই সঙ্গে ১৬ ইঞ্চির অ্যালয়। এর পিছনের ডিজাইন বা reat styling, তার সঙ্গে Tail lamp-এর ডিজাইন নজরকাড়া।
৬ রকমের রঙে আসছে Basalt. এতে থাকছে pull type ডোর হ্যান্ডেল। অন্দরসজ্জা দুরন্ত। হালকা রঙের হওয়ার সহজে নোংরা হতে পারে, কিন্তু দেখতে জায়গা বড় লাগে। ড্যাশবোর্ড অনেকটাই C3 Aircross-এর মতো। সেন্টার কনসোল হয়েছে এই গাড়িতে, রয়েছে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, বড় টাচস্ক্রিন, তারই সঙ্গে রয়েছে ফ্রন্ট আর্মরেস্ট। রিয়ার হেডরেস্ট নতুন হয়েছে, রিয়ার থাই সাপোর্টও অ্যাডজাস্টেবেল।
রয়েছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন, ৭ ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে, ওয়ারলেস চার্জিং, রিয়ার ক্যামেরা, ৬ টা এয়ারব্যাগ। যদিও cooled Seat, প্য়ানোরামিক সানরুফ নেই এই গাড়িতে। গাড়ির ভিতরে জায়গাও অনেকটাই রয়েছে। বুট স্পেস ৪৭০ লিটার। ব্য়াসল্ট খুব পাওয়ারফুল গাড়ি নয় কিন্তু ইঞ্জিন ও গিয়ারবক্সের যুগলবন্দিতে এই গাড়ি খুবই মসৃণ। এটা ৪মিটারের বেশি বড় SUV, কিন্তু বাজারে মেলা সাব ৪ মিটার SUV-এর মতোই দামের রেঞ্জ রাখা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Lamborghini Urus SE: সাড়ে ৪ কোটির সুপারকার এখন ভারতে, কেন এত দাম এই গাড়ির?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)