CNG Car: টাটা নেক্সনের সিএনজি ভার্সন আসবে বাজারে, কমবে খরচ- কী ফিচার্স থাকবে ?
Tata Nexon CNG: তথ্য অনুসারে, এই টাটা সিএনজি গাড়িতে দেখা যাবে ১.২ লিটারের টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিন, থাকবে সিএনজি কিটও। এই ইঞ্জিনে আপনি পাবেন ১৭০ এনএমের টর্ক এবং ১১৮ বিএইচপির ক্ষমতা।
Tata Nexon Car: টাটার নেক্সন গাড়িটি গাড়িপ্রেমীদের মধ্যে খুবই জনপ্রিয় একটি গাড়ি বলা চলে। এবারে পেট্রোল ডিজেলের ঊর্ধ্বমুখী দামের সঙ্গে পাল্লা দিতে না পেরে যে গ্রাহকরা গাড়ি কেনায় বিমুখ হচ্ছেন, তাদের আকৃষ্ট করতে টাটা মোটরস (Tata CNG Car) আনতে চলেছে এই নেক্সন মডেলের সিএনজি ভার্সন। তথ্যানুসারে, টাটা মোটরস (Tata Nexon CNG) ২০২৪ সালের সেপ্টেম্বর মাসেই বাজারে আনবে এই সিএনজি ভার্সনের টাটা নেক্সন গাড়ি। আর সিএনজি মডেল এলে এই গাড়ির মাইলেজ আরও ভাল হবে। বাজারের অন্য সমস্ত সিএনজি গাড়িকে টেক্কা দেবে এই গাড়ি।
কী বিশেষত্ব থাকবে টাটা নেক্সনের এই সিএনজিতে
বর্তমানে এই সংস্থা টাটা নেক্সনের পেট্রোল, ডিজেল এবং বৈদ্যুতিন ভার্সন (Tata CNG Car) বিক্রি করছে। এবারে বাজারে সিএনজি ভ্যারিয়ান্ট এসে গেলে এই গাড়িটি একেবারে বহুমুখী একটি গাড়ি হয়ে উঠবে। টাটা নেক্সনের সিএনজি ভার্সনে জানা গিয়েছে টুইন সিএনজি সিলিন্ডার ব্যবহার করা হবে। অন্যান্য টাটার গাড়িতেও একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
পাওয়ারট্রেন কেমন হবে টাটা নেক্সন সিএনজির
তথ্য অনুসারে, এই টাটা সিএনজি (Tata Nexon CNG) গাড়িতে দেখা যাবে ১.২ লিটারের টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিন, থাকবে সিএনজি কিটও। এই ইঞ্জিনে আপনি পাবেন ১৭০ এনএমের টর্ক এবং ১১৮ বিএইচপির ক্ষমতা। এটি আবার ৫ স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে বাজারে আসবে। টাটা টিয়াগো এবং টাটা টিগরের মত এতেও যদি অটোমেটিক ট্রান্সমিশনের ফিচার্স দেওয়া হয় তবে এই মডেলটি ক্রেতাদের কাছে খুবই অনুকূল হবে।
দাম কত হবে
এখনও পর্যন্ত এই গাড়ির দামের ব্যাপারে কোনও অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়নি। তবে আশা করা হচ্ছে যে এই সংস্থা এর স্ট্যান্ডার্ড মডেলের এক্স শোরুম দাম ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা বেশিই হবে। টাটা নেক্সনের এখন দাম রয়েছে ১১.৮০ লাখ টাকা। বাজারে লঞ্চ করলে এই সিএনজি নেক্সনের মডেল মারুতির ব্রেজা সিএনজির সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নামবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Royal Enfield: ৭৪ বছরের পুরনো, রয়্যাল এনফিল্ডের এই লুক দেখে হতবাক নেটপাড়া- কেমন দেখতে ?