Electric Scooter: মাত্র ৮০ হাজারেই মিলবে এই বৈদ্যুতিন স্কুটার, রেঞ্জ দেবে ১৭০ কিলোমিটার
Ivoomi Electric Scooter: ইভুমি জানিয়েছে যে এই নতুন স্কুটারটি (iVoomi Electric Scooter) তৈরি করতে তাঁদের ১৮ মাস সময় লেগেছে। এমনকী এই স্কুটারটিকে ১ লাখ কিমি-র বেশি রাস্তা চালিয়ে পরীক্ষা করা হয়েছে।
iVoomi Electric Scooter: ভারতের বাজারে নতুন বৈদ্যুতিন স্কুটার নিয়ে এসেছে ইভুমি। এই সংস্থার Jeet X ZE মডেলটি এসেছে তিনটি ব্যাটারি প্যাকের সঙ্গে। এই ইভুমি (iVoomi Electric Scooter) সংস্থা দাবি করছে যে এই স্কুটারটি একবার চার্জ দিলে টানা ১৭০ কিমি পর্যন্ত যেতে পারবে। ১০ মে থেকে এর বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে ঠিক কবে থেকে সংস্থা স্কুটারের ডেলিভারি দেবে তা এখনও জানা যায়নি। কম বাজেটে, পরিবেশ বান্ধব স্কুটার কেনার ইচ্ছে থাকলে আপনার কাছে অন্যতম বিকল্প হয়ে উঠতে পারে এই ইভুমির স্কুটারটি।
ইভুমি জানিয়েছে যে এই নতুন স্কুটারটি (iVoomi Electric Scooter) তৈরি করতে তাঁদের ১৮ মাস সময় লেগেছে। এমনকী এই স্কুটারটিকে ১ লাখ কিমি-র বেশি রাস্তা চালিয়ে পরীক্ষা করা হয়েছে। এর আগে এই সংস্থা বাজারে নিয়ে এসেছিল JeetX নামের একটি মডেল। ভারতের বাজারে এখনও রমরমিয়ে বিক্রি হচ্ছে ইভুমির এই স্কুটার। তারপর প্রায় ১০ মিলিয়ন পথ অতিক্রম করেছে এই বৈদ্যুতিন স্কুটারটি।
নতুন স্কুটারে থাকছে ৮টি রঙের ভ্যারিয়ান্ট
আটটি রঙের ভ্যারিয়ান্ট নিয়ে আসবে এই ইভুমির নতুন বৈদ্যুতিন স্কুটার। এই ভ্যারিয়ান্টগুলির মধ্যে রয়েছে নারডো গ্রে, ইম্পেরিয়াল রেড, আরবান গ্রিন, পার্ল রোজ, প্রিমিয়াম গোল্ড, সেরুলিয়ান ব্লু, মর্নিং সিলভার এবং শ্যাডো ব্রাউন। যে কোনও রঙের ভ্যারিয়ান্টের স্কুটার (iVoomi Electric Scooter) কিনে ফেলতে পারেন আপনি। এই স্কুটারটিতে ১৩৫০ মিমি হুইল বেস রয়েছে। দৈর্ঘ্যে এই স্কুটার ৭৬০ মিমি এবং এর সিটের উচ্চতা ৭৭০ মিমি। খুব সহজেই এই স্কুটার যে কেউ চালাতে পারে। এই স্কুটারে ফুট স্পেস, বুট স্পেস দুটিই খুব বেশি দেওয়া হয়েছে।
কী কী ফিচার্স পাওয়া যাবে এই স্কুটারে
এমন একটি স্কুটার বাজারে নিয়ে আসছে ইভুমি যা কিনা ব্লুটুথ ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যেতে পারে। এর মাধ্যমে ডিস্ট্যান্স টু এম্পটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, কল ও এসএমএস নোটিফিকেশন, জিও ফেসিং ফিচার্স থাকছে।
ইভুমির এই স্কুটারে পাওয়ারট্রেন কী থাকছে
iVoomi JeetX ZE ইলেকট্রিক স্কুটারে তিনটি ব্যাটারি প্যাক সহ বাজারে এসেছে। ২.১ কিলোওয়াট আওয়ার, ২.৫ কিলোওয়াট আওয়ার এবং ৩ কিলোওয়াট আওয়ার-এর তিনটি প্যাকের বিকল্প রয়েছে এই স্কুটারে। এতে ইনস্টল করা যে বৈদ্যুতিন মোটর সর্বোচ্চ ৯.৩৮ বিএইচপি শক্তি দেয় স্কুটারকে। এর ব্যাটারি প্যাকের ওজন মোটরের থেকে অনেকটাই হালকা। এই সংস্থা বৈদ্যুতিন স্কুটারের নির্মাণে কুলিং সিস্টেম উন্নত করেছে। এই স্কুটারকে ২.৪ গুণ বেশি কার্যকর ও দক্ষ করে তুলেছে এই স্কুটার।
কত দাম রাখা হয়েছে এই স্কুটারের
iVoomi JeetX ZE-এর মডেলটির দাম সাধ্যের মধ্যেই থাকবে গ্রাহকদের। এই স্কুটারের এক্স শো-রুম দাম রাখা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। ৮০ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এই দুর্দান্ত স্কুটার। একবার সম্পূর্ণ চার্জ দিলে এই স্কুটারে ১৭০ কিমি পথ যেতে পারবেন আপনি।
আরও পড়ুন: Mahindra Scorpio N দিয়ে ক্ষেতে হাল চালাল কৃষক, ভাইরাল ভিডিয়ো