Electric SUV: ভারতে দুর্দান্ত এক বৈদ্যুতিন এসইউভি নিয়ে আসছে ফক্সওয়াগন, কী ফিচার্স ? দাম কত ?
Volkswagen Cars: দৈর্ঘ্যের কথা বলতে গেলে ফক্সওয়াগনের এই গাড়ির দৈর্ঘ্য ৪.৫ মিটার। একটা ক্রসওভার আকারের ধাঁচে এসেছে এই গাড়ি। সঙ্গে রয়েছে একটি ব্ল্যাঙ্কড অফ গ্রিল।
![Electric SUV: ভারতে দুর্দান্ত এক বৈদ্যুতিন এসইউভি নিয়ে আসছে ফক্সওয়াগন, কী ফিচার্স ? দাম কত ? Electric SUV Car Volkswagen announces that it will launch electric ID4 SUV in India Electric SUV: ভারতে দুর্দান্ত এক বৈদ্যুতিন এসইউভি নিয়ে আসছে ফক্সওয়াগন, কী ফিচার্স ? দাম কত ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/21/64daf2afbdaebb30233f8dd7a7a592a51711027090939900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
SUV Cars: ফক্সওয়াগন এবার ভারতের বাজারে তাঁদের প্রথম বৈদ্যুতিন এসইউভি নিয়ে আসছে। আর এর মাধ্যমেই সারা দেশের ফক্সওয়াগন-প্রেমীদের উন্মাদনা উঠেছে চরমে। সম্প্রতি এই বৈদ্যুতিন এসইউভি গাড়ির প্রদর্শনী আয়োজন করেছে ফক্সওয়াগন। সেখানে জানা যায় গাড়ির মডেলের (Volkswagen Electric) নাম ID4। এটি একটি বর্ন ইলেকট্রিক এসইউভি যা কিনা কোনও রকম আইসিই প্ল্যাটফর্ম থেকে কনভার্টেড হয়ে আসে না।
দৈর্ঘ্যের কথা বলতে গেলে ফক্সওয়াগনের এই গাড়ির দৈর্ঘ্য ৪.৫ মিটার। একটা ক্রসওভার আকারের ধাঁচে এসেছে এই গাড়ি। সঙ্গে রয়েছে একটি ব্ল্যাঙ্কড অফ গ্রিল। এছাড়া রিয়ারে এই গাড়ির মডেলে রয়েছে ফুল লেন্থ লাইটিং।
ইন্টিরিয়রের প্রসঙ্গে এলে স্পেসের কথা বলতে হয়। ফক্সওয়াগনের আইডি ৪ গাড়ির স্পেস যথাযথ এবং একটা বিশাল বড় টাচস্ক্রিনের সঙ্গে বাজারে আসবে এই গাড়ি (Volkswagen Electric)। গাড়ির ভিতরে ব্যাপকভাবে ডিজিটাল কনট্রোলের ব্যবহার হয় এবং একটি ফ্লোটিং কনসোলও রয়েছে এতে।
স্পেসের ভিত্তিতে আইডি ৪-এ একটা বড়সড় রিয়ার সিট এবং একটা বাতানুকূল কেবিন রয়েছে এই গাড়ির মডেলে। সঙ্গে রয়েছে একটা বড় হুইলবেস। ফক্সওয়াগন যখন এই গাড়ির মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে, সমস্ত তথ্য বিশদে জানায়নি, তবু আন্দাজ করা যাচ্ছে ভারতের বাজারে টপ এন্ড ডুয়াল মোটর কনফিগারেশন এবং ৭৭ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকের সঙ্গে আসতে চলেছে ফক্সওয়াগনের এই মডেল।
আশা করা যাচ্ছে এই গাড়ির রেঞ্জ থাকবে ৪০০-৫০০ কিমির ভিতরেই। ভারতের বাজারের উপযোগী করে গড়ে তুলতে এই গাড়ির মডেল (Volkswagen Electric) বাইরে থেকে আমদানি করলেও কিছু কিছু বদল করা হয়েছে। বাজারে ফক্সওয়াগনের এই মডেলটি পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে হুন্ডাই আয়োনিক ৫ এবং কিয়া ইভি ৬ প্লাস ও ভলভো এক্সসি৪০ রিচার্জের মডেলের সঙ্গে।
এই গাড়ির মডেলের দাম আশা করা হচ্ছে ৪০-৫০ লাখ টাকা হতে পারে। এই বছরের শেষ দিকেই ভারতের বাজারে আসতে চলেছে এই গাড়ি। ফক্সওয়াগনের আরও কিছু মডেল ইতিমধ্যে প্রদর্শিত হয়। এই জার্মান গাড়ি নির্মাতা তাইগুন ও ভার্চুস নামের আরও দুটি মডেল প্রদর্শনী করেছে। প্রিমিয়াম প্রোডাক্টের তালিকায় এই সংস্থার গাড়ি আস্তে আস্তে বাজার দখল করে নিতে চলেছে। সংস্থার প্রথম ইলেকট্রিক গাড়ি হিসেবে তাইগুন মডেলের উপরেই স্থান পাবে ফক্সওয়াগন আইডি ৪ মডেলটি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)